আপনজন ডেস্ক: ফুটবল মাঠে কত রেকর্ড রিয়াল মাদ্রিদের! ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্লাবটি এবার ফুটবল-বিপণনেও ইতিহাস গড়ল। প্রথম ক্লাব হিসেবে এক বছরে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো আয় করেছে স্প্যানিশ ক্লাবটি।
আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েট তাদের মানি লিগের জরিপে গতকাল জানিয়েছে এ খবর। রিয়াল তাদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু সংস্কার করায় ক্লাবটির আয় বেড়েছে বলে জানিয়েছে ডেলয়েট।
২০২৩-২৪ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল। এ মৌসুমে ১০৪ কোটি ৫৫ লাখ ইউরো (প্রায় ১৩ হাজার ৩১৪ কোটি টাকা) আয় করে ডেলয়েট মানি লিগের শীর্ষে মাদ্রিদের ক্লাবটি। ৮৩ কোটি ৮০ লাখ ইউরো আয় করে দুইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। শীর্ষ পাঁচে বাকি তিনটি ক্লাব যথাক্রমে পিএসজি (৮০ কোটি ৬ লাখ ইউরো), ম্যানচেস্টার ইউনাইটেড (৭৭ কোটি ১০ লাখ ইউরো) ও বায়ার্ন মিউনিখ (৭৬ কোটি ৫০ লাখ ইউরো)। মানি লিগে এবার শীর্ষ ক্লাবগুলোর অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি।
তবে একটি পার্থক্য এবার এতটাই বেড়েছে যা রীতিমতো রেকর্ড—রাজস্ব আয়ে শীর্ষ দুটি ক্লাবের মধ্যে ২০ কোটি ৮ লাখ ইউরোর ব্যবধান। ডেলয়েট মানি লিগের ইতিহাসে শীর্ষ দুটি ক্লাবের মধ্যে রাজস্ব আয়ে এটাই সবচেয়ে বড় পার্থক্য।
শীর্ষ ১০টি ক্লাবের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগেরই রাজত্ব। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফুটবল লিগের ৬টি ক্লাব রয়েছে শীর্ষ দশে। সপ্তম থেকে দশম স্থান প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর। আর্সেনাল (৭১ কোটি ৬৫ লাখ ইউরো), লিভারপুল (৭১ কোটি ৪৭ লাখ ইউরো), টটেনহাম (৬১ কোটি ৫ লাখ ইউরো) ও চেলসি (৫৪ কোটি ৫৫ লাখ ইউরো)।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct