আপনজন ডেস্ক: বাংলার উৎসবের ছোঁয়া থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রেও। আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যে ‘১৪ এপ্রিল’কে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেয়া হল। নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনিতে গভর্নর অফিস বাঙালি জাতির সবচেয়ে বড় এই উৎসবকে উদযাপন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে বাঙালি মহলে।
জানা গিয়েছে নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ৩২ স্টেট সিনেট লুইস সেপুলভেদার প্রস্তাবে অঙ্গরাজ্যের আইনসভার অধিবেশনে ২২ জানুয়ারি আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে বাংলা নববর্ষ উদযাপনের এই সিদ্ধান্ত নিয়েছেন। গভর্নর ক্যাথি হোকুল ২৩৪ নম্বর প্রস্তাবের মাধ্যমে তা নিশ্চিত করেন।
এই নিয়ে গর্বিত মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশ্বজিৎ সাহা। তিনি জানান, ‘নিউইয়র্ক অঙ্গরাজের গভর্নর কার্যালয় এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলা নববর্ষ উদযাপন করবে। আইনপ্রণেতারা বাঙালির সর্বজনীন ও সবচেয়ে বড় এই উৎসব নিয়ে এক আলোচনায় অংশ নেবেন। বিষয়টি প্রত্যেক বাঙালির জন্য গর্ব।’
উল্লেখ্য, বাংলার নববর্ষের ইতিহাস বেশ পুরনো। বাংলা নববর্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের বাঙালিদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। পয়লা বৈশাখের ইতিহাস ষোড়শ শতাব্দীতে মুঘল যুগ থেকে শুরু হয় বলে মনে করা হয়। সম্রাট আকবর নতুন ফসল ঘরে আনার আনন্দে এই উৎসব শুরু করে। বর্তমানে বাংলাদেশ ছাড়াও এই উৎসব এশিয়ার বিভিন্ন দেশ, যেমন লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে একই সময়ে নববর্ষ উদযাপিত হয়ে থাকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct