আপনজন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের সমর্থনের জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।
মঙ্গলবার রাজধানী আঙ্করায় মন্ত্রিসভার এক বৈঠকে এরদোগান আরব ও মুসলিম বিশ্বের প্রতি সংহতি ও মানবিক সহায়তার মাধ্যমে গাজার জনগণকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন।
বহুমাত্রিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তুরস্ক সক্রিয়ভাবে যুদ্ধবিরতি চুক্তিতে সহায়তা করেছে উল্লেখ করেন এরদোগান। পাশাপাশি বিশাল চ্যালেঞ্জ সত্ত্বেও ভূমি রক্ষায় ফিলিস্তিনি জনগণের স্থিতিস্থাপকতার জন্য তাদের প্রশংসাও করেছেন তিনি।
এরদোগান কারাগারে বন্দি ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের অমানবকি আচরণের বিষয়টিও ইঙ্গিত করে বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে জিম্মি বিনিময়ের চিত্র দেখে বোঝা যায় কোন পক্ষ মানুষের জীবন ও মর্যাদাকে মূল্য দেয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct