নিজস্ব প্রতিবেদক , আলিপুরদুয়ার, আপনজন: আলিপুরদুয়ার গেস্ট হাউসের বাইরে একটি পোস্টার লাগানো ছিল। তাতে লেখা রয়েছে ‘পাচারকারীদের গুলি করে মারা হবে’। এই ধরনের পোস্টার দেখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মোবাইল ফোনে সেই ছবি তুলে নেন। এরপর আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে সেই ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তাকে বলতে শোনা যায় এটা কোন ভাষা? অবিলম্বে ওই ধরনের পোস্টার সরানো নির্দেশ দেন তিনি। প্রশাসনিক বৈঠকে বন দফতরের কাজকর্ম বিষয়ে খোঁজ-খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কেউ বলতে শোনা যায় হনুমান গুলোকে থ্যাঙ্কস জানাই। ভাগ্যিস একটা কাপড় ছিড়ে দিয়েছিল তাই দেখতে পেলাম।
মুখ্যমন্ত্রী বলেন, এটা কোন ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে পাচারকারীদের ধরলে গুলি করে মারা হবে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন অনেক সময় সাধারণ মানুষ যারা জানেন না তারা জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে গেলে তাদের উপর অত্যাচার হয়। এরকম অভিযোগ তার কাছে আছে। মুখ্যমন্ত্রী বলেন, ভুলে যদি কেউ জঙ্গলে চলে যায় আপনারা স্ট্রং একশন করেন যেটা মানুষের পছন্দ নয়। এদিকে বন দফতরের পক্ষ থেকে জানানো হয় এইরকম নির্দেশিকা তারা দেয়নি, বায়ু সেনা তরফ থেকে এই পোস্টটা লাগানো হয়েছে। তা শুনে মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের পোস্টটা লাগানোর আগে জেলা শাসকের সঙ্গে কথা বলা উচিত ছিল। সরকারি জমিতে এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া ঠিক হয়নি বলে প্রশাসনিক বৈঠকে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিযোগ করেন রাজাভাতখাওয়ায় পর্যটকদের বেড়াতে এলে মোটা টাকা ফি নেওয়া হয়। গাড়ি নিয়ে এলে আড়াই হাজার টাকা নেওয়া হয়। এই অভিযোগ শুনে মুখ্যমন্ত্রী বলেন ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেদের কি ভাবে ?ভগবান জানে। বন দফতর নিজেদের মতো প্ল্যান করছে নিজেদের মতো অ্যাকশন নিচ্ছে। সাধারণ মানুষ তো এসব বুঝবে না। তারা তো সরকারের দোষ দেবে। মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা যায় সরকারকে জানাবে না এটা কি জমিদারি নাকি নাকি বন দফতর সরকারের বাইরে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ পর্যটকদের কাছ থেকে কোন ফি নেওয়া যাবে না। ক্যাবিনেট মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে। বক্সার হোমস্টে রিসোর্ট হোটেল নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে মমতা বলেন কে বাড়িতে হোমস্টে করবে সেটা তার সিদ্ধান্ত ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে কোন আপত্তি থাকতে পারে না পাহাড় এবং জঙ্গলের এলাকায় বড় বড় বাড়ি তৈরি করতে কিভাবে স্থানীয় প্রশাসন ছাড়পত্র দিচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার থেকে কাটমানিইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ২৮ লক্ষের মধ্যে ১২ লক্ষ বাড়ির টাকা একাউন্টে পাঠানো হয়েছে। সরকারি প্রকল্পের টাকা যে চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে। Action হবেই। ভিডিওদের মুখ্যমন্ত্রী এলাকায় যেতে নির্দেশ দেন। অন্যদিকে মন না দিয়ে কাজে মন দেওয়ার পরামর্শ দেন তিনি। তার মতে একজন ভালো কর্মীকে সবাই মনে রাখে। মানুষের অভিযোগ নিয়ে পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে তিনি ভুলে গিয়েছেন এটা যেন না ভাবা হয় ।থার্ড পার্টি দিয়ে খোঁজ নেওয়া হয়। উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গ্রহ প্রশাসনিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী নির্দেশ মত অতি দ্রুত কাজ চলছে 2011 সাল থেকে ৩৩৩ টি কাজ তার মধ্যে ৩০২ টি কাজ শেষ হয়েছে। ৩১ টি কাজ চলছে। উত্তর বঙ্গের জেলাগুলিতে উন্নয়নমূলক কাজ দ্রুত গতিতে এগোচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct