আপনজন ডেস্ক: দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরপরই ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। এর অংশ হিসেবে জো বাইডেনের সময় নিয়োগ পাওয়া ঊর্ধ্বতন চারজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ট্রাম্প।
সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ৭৮ বছর বয়সী ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন। একই পোস্টে তিনি আরো হাজারো কর্মকর্তাকে শিগগিরই বরখাস্ত করবেন বলে হুমকি দিয়েছেন।
ওই পোস্টে তিনি আরো লিখেছেন, আগের প্রশাসনের নিয়োগ দেওয়া এক হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত ও অপসারণের প্রক্রিয়া চলমান। আমেরিকাকে আবার মহান করে তোলার বিষয়ে তাঁর যে দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে সংগতিপূর্ণ নন এই ব্যক্তিরা, বলেন তিনি।
বরখাস্ত হওয়া চার ব্যক্তি হলেন মার্কিন প্রেসিডেন্টের খেলাধুলা, স্বাস্থ্য-সবলতা ও পুষ্টিবিষয়ক পরিষদের হোসে আন্দ্রেজ, জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের মার্ক মিলে, উইলসন সেন্টার ফর স্কলারসের ব্রায়ান হুক ও রপ্তানিবিষয়ক পরিষদের কেইশা ল্যান্স বটমস। তাঁদের তৎক্ষণাৎ বরখাস্ত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct