আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে ২২০ মিলিয়নেরও বেশি মানুষ বিপজ্জনক শীতের কবলে পড়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের লাখ লাখ বাসিন্দা রবিবার কয়েক সেন্টিমিটার তুষারপাতের সম্মুখীন হন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ রাজ্যগুলোয় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সিএনএনের খবরে বলা হয়, টেক্সাস থেকে দক্ষিণ ক্যারোলাইনা পর্যন্ত দক্ষিণের শহরগুলোতে সোমবার বিকেল থেকে তুষারপাত, হিমশীতল বৃষ্টি শুরু হয়েছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
কিন্তু স্বাভাবিকভাবে এসব এলাকায় এত তীব্র শীতের আবহাওয়া বিরল।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জারি করা শীতকালীন ঝড়ের সতর্কতা সোমবার সকাল থেকে মধ্য-আটলান্টিকের কিছু অংশে ইতিমধ্যে কার্যকর হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে ১৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, মেইন ও কানেকটিকাটের কিছু অংশে রবিবার থেকে ২৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়।
মেরিল্যান্ডের কলেজ পার্কের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ মার্ক শেনার্ড অনুমান করেন, নিউ ইংল্যান্ড এবং মধ্য আটলান্টিকের প্রায় সাত কোটি বাসিন্দা আগামী দিনগুলোতে শীতকালীন ঝড়ের ঝুঁকির আওতায় থাকবে। ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক এবং বস্টনের মতো বড় শহরগুলোতে কয়েক সেন্টিমিটার তুষারপাত হয়।
এই সপ্তাহের শুরু থেকে শীতল তাপমাত্রা দক্ষিণে পৌঁছবে। সেখানে সোমবার থেকে প্রায় তিন কোটি মানুষ তুষারপাত, শিলা এবং হিমশীতল বৃষ্টির মিশ্রণের শিকার হবে।
টেক্সাস থেকে উত্তর ফ্লোরিডা এবং ক্যারোলাইনা পর্যন্ত অস্বাভাবিক পরিস্থিতি প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাব সোমবার রাত থেকে টেক্সাসে শুরু হয়ে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত গালফ কোস্ট ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct