আপনজন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা মাস্কের বিরুদ্ধে অ্যাডলফ হিটলারের কুখ্যাত ‘সিগ হেইল স্যালুট’ দেওয়ার অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের পর এক আয়োজনে বক্তৃতা দেয়ার সময় করা এ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ওয়াশিংটনে আয়োজিত ওই অভিষেক অনুষ্ঠানে এক্স, স্পেসএক্স এবং টেসলার প্রধান নির্বাহী মাস্ক যখন মঞ্চে ওঠেন, তখন তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। একপর্যায়ে তিনি এক বিশেষ অঙ্গভঙ্গি করেন। তিনি ডান হাত বুকের বাম পাশে রাখেন, তারপর সেই হাত ওপরে ছুড়ে দেন। তিনি পরপর দুইবার এই ভঙ্গি করেন। দর্শকদের অনেকেই ওই ভঙ্গিকে ‘নাৎসি’ বা ‘ফ্যাসিবাদী’ স্যালুট হিসেবে বর্ণনা করেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। গতকাল সোমবার ৪৭তম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে রিপাবলিকান ট্রাম্পের অভিষেক হওয়ার কয়েক ঘন্টা পর ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। মাস্ক নভেম্বরের নির্বাচনের ফলাফলকে ‘কোনো সাধারণ বিজয় নয়’ বলে প্রশংসা করেছেন।
তিনি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ওয়ান অ্যারেনায় দাঁড়িয়ে বলেন, ‘এটি মানব সভ্যতার জন্য এক গুরুত্বপূর্ণ মোড় ছিল। এই বিজয় সত্যিই গুরুত্বপূর্ণ ছিল।
এটি সম্ভব করার জন্য আপনাদের ধন্যবাদ! আপনাদের ধন্যবাদ।’
এরপর মাস্ক তার ডান হাত বুকের ওপর রেখে সামনের দিকে তুলে ধরেন, যেখানে তার হাতের তালু নিচের দিকে এবং আঙুলগুলো সামনের দিকে একসঙ্গে ছিল।
মাস্কের কর্মকাণ্ড অনলাইনে তাৎক্ষণিকভাবে সমালোচনার মুখোমুখি হয়, কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মাস্কের বিরুদ্ধে অ্যাডলফ হিটলারের কুখ্যাত ‘সিগ হেইল স্যালুট’ দেওয়ার অভিযোগ করেছেন।
ব্রিটিশ সাংবাদিক ও ধারাভাষ্যকার ওয়েন জোনস সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ একটি পোস্টে বলেন, ‘এটি নাৎসি অভিবাদন ছাড়া আর কিছু হতে পারে না।’ ইসরায়েলের গণমাধ্যমেও মাস্কের এ অভিবাদন জানানোর ভঙ্গিমার সমালোচনা করা হয়েছে।
‘এটি নাৎসি স্যালুট নয়’
অ্যান্টি ডিফেমেশন লীগ (এডিএল) বিশ্বের অন্যতম প্রধান অ্যান্টি-সেমিটিজম বিরোধী সংস্থা। সংগঠনটি জানিয়েছে, এই ধনকুবের ‘উৎসাহের মুহূর্তে একটি অপ্রস্তুত অঙ্গভঙ্গি’ করেছেন, যা নাৎসি স্যালুট নয়।
এক্স-এ দেওয়া এক পোস্টে এডিএল জানায়, ‘এই মুহূর্তে, সব পক্ষের উচিত একে অপরকে কিছুটা ছাড় দেওয়া। এটি একটি নতুন সূচনা। আসুন আমরা সুস্থতার প্রত্যাশা করি এবং আগামী মাস ও বছরগুলোতে ঐক্যের পথে কাজ করি।’
সংবাদ সংস্থা আল জাজিরা মাস্কের আইনজীবী ও তার বেশ কয়েকটি কম্পানির কাছে মন্তব্যের অনুরোধ পাঠালেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন। এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েও তিনি দর্শকদের প্রতি একই ভঙ্গিমায় অভিবাদন জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct