আপনজন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে বিসিসিআই এখনো ঘোষণা করেনি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে যা জানা গেছে তাতে ক্রিকেটারদের দেওয়া বোর্ডের ১০ নির্দেশনার মধ্যে একটি ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ।
এমন নির্দেশনার প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় ক্রিকেটে। রোহিত শর্মা, শুবমান গিল, রবীন্দ্র জাদেজারা রঞ্জি ট্রফিতে খেলা আগেই নিশ্চিত করেছেন। এবার জানা গেল ১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলিও। এসপিএনক্রিকইনফোকে এই খবর জানিয়েছেন দিল্লি কোচ সরনদীপ সিং। সৌরাষ্ট্রের বিপক্ষে ২৩ জানুয়ারিও ম্যাচ আছে দিল্লির। ঋষভ পন্ত ও জাদেজা সেই ম্যাচ দিয়েই রঞ্জিতে ফিরছেন, দুজনই খেলেন সৌরাষ্ট্রের হয়ে।
কোহলিকে এই ম্যাচেই দেখা যেতে পারত। তবে কোহলি বিসিসিআইকে জানিয়েছে, এখনো ঘাড়ের ব্যথা পুরোপুরি সারেনি তাঁর। বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হওয়ার ৩ দিন পর ৮ জানুয়ারি ইনজেকশন নিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। রোহিত, গিল, জয়সোয়ালরাও ২৩ জানুয়ারি শুরু হতে যাওয়া রাউন্ডে খেলবেন।নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে হারের পর দলের ‘শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ’ নিশ্চিত করতে নতুন নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। সে কারণে এখন থেকে জাতীয় দলের জন্য বিবেচিত হতে এবং কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলতেই হবে, এটি বাধ্যতামূলক। শুধু বিশেষ পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত থাকা যাবে, তবে সেটি হবে নির্বাচক কমিটির চেয়ারম্যানের অনুমোদন সাপেক্ষে, যা স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করতে হবে।
কোহলি প্রধান নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া টেস্টে খেলা নিয়ে কথা বলেছেন কি না, তা নিশ্চিত করতে পারেনি ক্রিকইনফো। রেলওয়ের বিপক্ষে ম্যাচটি শেষ হবে আগামী ২ ফেব্রুয়ারি, এই ম্যাচে খেললে কোহলি ইংল্যান্ড সিরিজে মাঠে নামার আগে সময় পাবেন মাত্র ৩ দিন। ৬ ফেব্রুয়ারি শুরু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct