নুরুল ইসলাম খান, হলদিয়া, আপনজন: মাদ্রাসার উজ্জ্বল ভাবমূর্তি উজ্জ্বল করে নতুন দিশা দিল পূর্ব মেদিনীপুরের সুতাহাটার ঢেকুয়া মাদ্রাসা।হ্যাঁ, ফুরফুরা শরীফের পীর দাদা হুজুর প্রতিস্ঠিত মেদিনীপুর সুতাহাটা ঢেকুয়া ফারুকিয়া মাদ্রাসার তিন দিন ব্যপি শতবর্ষের অনুষ্ঠান সোমবার শেষ হল।
প্রাচীন এই মাদ্রাসায় শতবর্ষ উদযাপন উপলক্ষে তিনদিন ধরে বর্ণাঢ্য সভা হয়েছে।
১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয় ছোট একটি কুঁড়ে ঘরে।
সরকারি আর্থিক সহযোগিতায় সেটা এখন বিশাল ভবনে পরিনত। মরহুম সেখ হামিরুদ্দিনের জমিদান ও তারপর মহাতাবচন্দ্র দাস, সাহাপুরের আবদুল গনি সহ আরও অনেকে জমি দিয়েছেন। কারিগর ছিলেন আব্দুল লতিফ, আব্দুল কাদেরের মতো আরও অনেক শিক্ষানুরাগী ।
উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শুরু হয় ২০০৬ সালে। বর্তমানে ৭০০ পড়ুয়া।গবেষক আমিনুল ইসলাম এখানে পড়ালেখা করেছেন। মাদ্রাসায় পড়াশোনা করছেন
হিন্দু-মুসলিম ছাত্র ছাত্রীরা । স্কুলে মেয়েদের উপস্থিতিও নজরকাড়া। মহিলা শিক্ষক নাফিসা খাতুন, তিনি প্রধান। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, মাদ্রাসা বোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দিন, রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান সহ জেলা সভাপতি সহ বিশিষ্টরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct