সেখ রিয়াজুদ্দিন ও আজিম শেখ, বীরভূম, আপনজন: ধীরে ধীরে দেশের পাঠ্যপুস্তক পরিবর্তন হচ্ছে। বহু স্বাধীনতা সংগ্রামীদের নাম,স্থান ইত্যাদি পাল্টে দেওয়া হচ্ছে। এবার এতদিন ধরে পালন করে আসা দেশের স্বাধীনতা দিবসের দিন পরিবর্তনের কথা ঘোষণা করেছেন আর, এস, এস, প্রধান মোহন ভাগবত। দেশের স্বাধীনতা দিবস নিয়ে যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক এবং দেশদ্রোহিতার সামিল এনিয়ে রাজনীতি সরগরম। যার প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শুরু হয়েছে ধিক্কার পথসভা, কোথাও কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে। উল্লেখ্য আর এস এস প্রধান মোহন ভগবত বলেছেন রাম মন্দির নির্মাণ-ই ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা দিবস এনেছে। যা স্বাধীনতা দিবস ১৫ ই আগস্ট এর মহৎ দিবসকে এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের চুড়ান্ত ভাবে অপমানিত করা হয়েছে বলে জাতীয় কংগ্রেস নেতৃত্বের বক্তব্য। সেই মন্তব্যের প্রেক্ষিতে অল ইন্ডিয়া জাতীয় কংগ্রেসের নির্দেশে ২০ জানুয়ারি সোমবার জাতীয় কংগ্রেসের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে ধিক্কার সভা অনুষ্ঠিত হয়। অনুরূপ ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে পথ সভা করা হয়। ধিক্কার জানিয়ে বক্তব্য রাখেন বীরভূম জেলা জাতীয় কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা। এছাড়াও উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর -১নং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি পার্বতী কুমার চৌধুরী, জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল, ময়ূরেশ্বর -১নং ব্লক কংগ্রেস এসসি এসটি সেলের চেয়ারম্যান ধীরেন দলুই প্রমুখ নেতৃবৃন্দ। মাঠপলসা বাসস্ট্যান্ডের সামনে ভারতবর্ষের স্বাধীনতা দিবস নিয়ে দেশদ্রোহী মন্তব্য করেছেন মোহন ভাগবত বলে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সাঁইথিয়া ব্লক কংগ্রেস সভাপতি আবুল কালাম সেখ, কার্যকরী সভাপতি অসীম ব্যানার্জি।
আর এস এস প্রধান মোহন ভাগবত তিনি যে ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে দেশদ্রোহী মন্তব্য করেছে এবং বলেছে যে ভারত ১৫ ই আগস্ট ১৯৪৭ সালের স্বাধীন হয়নি ।যেদিন কে ভারতবর্ষে রাম মন্দির তৈরি হয়েছে সেদিনকেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। তারই প্রতিবাদে নলহাটি ব্লক -১ নম্বর ব্লক কংগ্রেস কর্মীরা আরএসএস প্রধান মোহন ভগবতের কুশ পুতুল পুড়িয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় বলে জানান জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল সেখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct