নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার রাতে এস এস কে এম হাসপাতালের এমারজেন্সিতে নিয়ে আসা হয়। জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।শ্বাসকষ্ট জনিত কারণে তাকে এস এস কে এম হাসপাতালে নিয়ে আসা হয়। এমার্জেন্সি থেকে তাকে কার্ডিওলজি এমারজেন্সিতে পাঠানো হয়।ওখানে থেকে আবার এমারজেন্সিতে নিয়ে আসা হয়।মুখে মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার সহ তাকে ইমারজেন্সিতে নিয়ে আসা হয়। এরপর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ও পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন। বেশ কিছু সময়ের জন্য তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নানা ধরনের শারীরিক অসুস্থতা রয়েছে রাজ্যে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আদালতে তার আইনজীবী একাধিকবার শারীরিক সমস্যার কথা জানিয়েছেন সেই সংক্রান্ত নানা সমস্যা বিচারকের কাছে তুলে ধরেছেন তার আইনজীবী। জেলে থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের পায়ের সমস্যা ও বেড়েছে। সোমবার হঠাৎ জেলের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের শ্বাসকষ্ট শুরু হয়। জেল কর্তৃপক্ষ তাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো সিদ্ধান্ত নেয়। তারপরেই কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে প্রাক্তন মন্ত্রীকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। জেল সূত্রে খবর কয়েকদিন আগে তার ‘প্যানিক অ্যাটাক’ হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে প্রায় আড়াই বছর আগে নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলার বাসভবন থেকে পার্থ চট্টোপাধ্যায় কে হেফাজতে নেয় ইডি। সেই সময় গ্রেপ্তারের পর তার অসুস্থতার জন্য তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু আদালতের নির্দেশে ভুবনেশ্বর এমস-এ পাঠানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় কে। গত ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন দেওয়ার সময় জানিয়েছিল চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করে গেলে পহেলা ফেব্রুয়ারির আগে জামিন পেতে পারেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct