এম এস ইসলাম, বর্ধমান, আপনজন: ২৬ শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের রাজধানী দিল্লি সেজে উঠছে বর্ণাঢ্য আয়োজনে। প্রতি বছরের মতো এবারও দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে এই অনুষ্ঠানে, যা দেশ-বিদেশের টিভি চ্যানেলগুলিতে সম্প্রচারিত হবে।
এ বছর পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের অতিথি হিসেবে প্রজাতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন জেলা সভাধিপতি ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু। তিনি বর্তমানে এসসি ও এসটি উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা।
দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবু টুডু এই আমন্ত্রণকে “ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের এক বিরল সম্মান” হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের অতিথি হিসেবে প্রজাতন্ত্র দিবসের মতো মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আমার কৃতজ্ঞতা। তার নেতৃত্বেই আজ আমি এই সুযোগ পেয়েছি।” দেবু টুডু জানান, দিল্লি সফরে তিনি দেশের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ভারতের আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করবেন। শিক্ষা, স্বাস্থ্য, জীবনমান উন্নয়নসহ বিভিন্ন বিষয় কেন্দ্র ও রাজ্য সরকারের নজরে আনার চেষ্টা করবেন তিনি। তার মতে, “আদি জনজাতিদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct