দেবাশীষ পাল, মালদা, আপনজন: সোমবার মালদায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হেলিকপ্টার চেপে বিকাল সওয়া তিনটা নাগাদ মালদায় পৌঁছান। মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে তৈরি হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করে। এরপর তিনি হেলিকপ্টার থেকে নেমে নিহত বাবলা সরকারের বাড়ি যান মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে এসে মালদহের নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে মালদা শহরের মহানন্দাপল্লীতে নিহত নেতার স্ত্রী কাউন্সিলর চৈতালী ঘোষ সরকারের বাড়ি গিয়ে দেখা করেন। কথা বলেন তার সঙ্গে। গোটা বিষয়ে তার কাছে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় খোঁজখবর নেন বলে খবর। মুখ্যমন্ত্রী নিহত বাবলা সরকারের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, অপরাধীদের কাউকে রেয়াত করা হবে না। মালদা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য এদিন এসপি, ডিএমকেও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন রাজ্যের প্রশাসনকে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এসপি, ডিএমকে যা বলার বলেছি। কোনও অবস্থাতেই আইনশৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না।
মুখ্যমন্ত্রী আরও জানান, নিহত কউন্সিলর বাবলার অসমাপ্ত কাজ শেস করবেন তার স্ত্রী চৈতালি। নিহত দুলাল সরকার এর স্ত্রী চৈতালির সংবাদমাধ্যম সামনে তিনি জানান আমার কিছু বলার নেই ৷মুখ্যমন্ত্রী আমাকে কিছু কথা জিজ্ঞেস করলেন ৷ আমি সব জানিয়েছি ৷ উনি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন।আমার সব কথা শুনেছেন তিনি ৷ আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম ৷ উনার প্রতি আমার অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা যে আমার কথা শোনার জন্য তিনি আমার বাড়ি চলে এসেছেন ৷ বাবলার প্রতি তাঁর যে আস্থা ও ভরসা ছিল, সেটা তিনি এখানে বলে গেলেন ৷ আমি চাই, এই ঘটনায় যারা আসল দোষী তারা ধরা পড়ুক ৷ তাদের সর্বোচ্চ শাস্তি হোক ৷ পুলিশ তাদের কাজ করছে ৷ আগামী দিনে নিশ্চয়ই তারা সব কিছু পরিষ্কার জানতে পারব ৷”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct