সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে প্রশাসনিক সভা ও সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন মুর্শিদাবাদ শহরে তথা লালবাগের নবাব বাহাদুর’স ইনস্টিটিউশন ময়দানে প্রশাসনিক সভা করা হয়। অনুষ্ঠানে হাজারে হাজারে মানুষ যোগদান করেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নবাবের শহরে উপস্থিত হয়ে সুযোগের সদ্ব্যবহার করতে বাকি রাখেননি কেউই। হাজারদুয়ারি থেকে মাত্র ২০০ মিটার দূরে সভাস্থল। সেই সুযোগে হাজার দুয়ারী ঘুরলেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক হাজারদুয়ারীর এক নিরাপত্তা কর্মী বলেন, ‘এবছর ১লা জানুয়ারি সর্বাধিক ভিড় হয়েছিল। তবে বছরের সর্বোচ্চ রেকর্ড টিকিট বিক্রি হয়েছে সোমবার। এদিন প্রায় নয় হাজার টিকিট বিক্রি হয়েছে।’
সভায় যোগদান করতে আসা নাজমুল হোসেন বলেন, ‘সবাই এসেছিলাম, সেই সুযোগে হাজারদুয়ারিও ঘুরে দেখা হল।’ মহসিন মন্ডল বলেন, ‘সবাই এসে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম। তারপর বিকেলে হাজারদুয়ারী ঘুরে দেখলাম।’
এ বিষয়ে মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, ‘এদিন যে ভিড় হয়েছিল হাজারদুয়ারিতে সেখানে যারা এসেছিল তারা পর্যটক নয়, সবাই পাড়ার লোক। পর্যটক তারাই যারা জেলার বাইরে থেকে আসে এবং প্রায় সকল পর্যটন স্থান গুলি ঘুরে দেখেন। সুতরাং এদিন হাজারদুয়ারির টিকিট বিক্রির সংখ্যা দেখে কখনোই সারা বছর চলবে না’
নাম প্রকাশে অনিচ্ছুক এক হোটেল কর্মী বলেন, ‘প্রতিদিনের চাইতে গড়ের উপর দশ গুণ বেশি খাবার বিক্রি হয়েছে। কিন্ত তা একদিনের জন্যই।’
একদিনে হাজারদুয়ারিতে পর্যটক সংখ্যা বাড়লেও মতিঝিল, কাটরা মসজিদ অথবা কাঠগোলা বাগানে পর্যটকের সংখ্যা ছিল প্রতিদিনের মতো খুবই নগণ্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct