আপনজন ডেস্ক: সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের বাইরে একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ৮ জন নিহত ও সাত জন আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস এ খবর জানিয়েছে।
সরকারের জরুরি পরিস্থিতি বিভাগের প্রধান লুকা কজভিচের বরাত দিয়ে আরটিএস জানিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হওয়ার সময় ভবনে ৩০ জন লোক ছিলেন।
পরে আগুন দ্রুত নিভিয়ে যায়। আহতদের বেলগ্রেডের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরটিএস জানিয়েছে, আহত এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
দেশটির শ্রম, কর্মসংস্থান ও সামাজিক বিষয়ক মন্ত্রী নেমানজা স্টারোভিচ আরটিএসকে বলেন, এক ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct