আপনজন ডেস্ক: ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সামরিক অভিযানে বিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রথম দিন প্রবেশ করেছে ৬৩০টির বেশি ত্রাণবাহী ট্রাক। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গড়ে মাত্র ৪০টির মতো ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছিল। খবর বিবিসির।
জাতিসংঘ জানিয়েছে, ৬৩০টির বেশি ত্রাণবাহী ট্রাক রবিবারই গাজায় প্রবেশ করেছে।
এর মধ্যে কমপক্ষে তিন শ ট্রাক গাজা উপত্যকার উত্তরাঞ্চলের দিকে গেছে বলে জানিয়েছেন মানবিক বিষয়ক জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার।
তিনি বলেন, নষ্ট করার মতো কোনো সময় আমাদের হাতে নেই। কারণ গাজা খাদ্যের জন্য সহায়তার ওপর নির্ভরশীল। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দৈনিক ছয় শ ট্রাক ত্রাণ নিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করবে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন এক হামলা চালান গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। হামলায় নিহত হয় এক হাজার ২০০। এর পাশাপাশি ২৫০ জনকে গ্রেপ্তার করে গাজায় নিয়ে যান হামাসের যোদ্ধারা। সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ১৫ মাসের সেই ভয়াবহ অভিযানে গাজায় নিহত হয়েছে ৪৬ হাজার ৯১৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরো এক লাখ ১০ হাজার ৭০০ জন। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১১ হাজার মানুষ।
তিন মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিসর, কাতার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক প্রচেষ্টায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে গাজায়। রবিবার স্থানীয় সময় সকাল ১১টা থেকে শুরু হয়েছে এই বিরতি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct