মনিরুজ্জামান, বারাসাত, আপনজন: দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপা সার্কেলের প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদি বিদ্যালয় সমূহের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোমবার চাকলা গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর রেনবো ক্লাবের কাঁটারাটি মাঠে। কলসুর, চাকলা, চৌরাশি, বেড়াচাঁপা ১ নম্বর,বেড়াচাঁপা ২ নম্বর, হাদিপুর ঝিকরা ১ নম্বর,হাদিপুর ঝিকরা ২ নম্বর এই সাতটি গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদি বিদ্যালয় সমূহের ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে। ১০০ মিটার দৌড়,২০০ মিটার দৌড়,লং জাম্প,হাই জাম্প,যোগাসন, জিমন্যাস্টিক প্রভৃতি মিলিয়ে ৩৪ টি ইভেন্টে ২০৩ জন প্রতিযোগী ছিল এই প্রতিযোগিতায়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি,দেগঙ্গার বি ডি ও ফাহিম আলম,পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা,দেগঙ্গা সার্কেলের এস আই এস সাহনওয়াজ আলম, বেড়াচাঁপা সার্কেলের এস আই এস কালাম বিশ্বাস, সুকুমার কুমার সর্দার সহ শিক্ষক শিক্ষিকারা।অনুষ্ঠানের শুরুতে শান্তির বার্তা দিতে পায়রা ওড়ানো হয়।জাতীয় পতাকা উত্তোলন করা হয়।ছিল মশাল দৌড়। অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এই সার্কেল থেকে ৩৪ জন প্রতিযোগী আগামী ২৫ জানুয়ারি রাজারহাটে অনুষ্ঠিত বারাসাত সাব ডিভিশনের খেলায় অংশগ্রহণ করবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct