আপনজন ডেস্ক: চতুর্থ সেটের খেলা চলছিল। বুলেট গতির সার্ভিস করলেন ইয়ানিক সিনার। বল নেট পার হয়নি। নেটকে টান টান রাখতে ঠিক মাঝ বরাবর ধাতব একটি পাত থাকে, যেটা স্ক্রু দিয়ে কোর্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়—সিনারের সার্ভিস সেই ধাতব পাতে লেগে স্ক্রু-টাই ভেঙে ফেলে।
সেটি মেরামত করতেই প্রায় ২০ মিনিটের মতো বন্ধ ছিল ম্যাচ। সিনার ও তাঁর প্রতিপক্ষ হোলগার রুনা কোর্ট ছেড়ে চলে যান। পরে দুজন ফিরলেও শেষ হাসি শেষ পর্যন্ত র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ও অস্ট্রেলিয়ান ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিনারই হেসেছেন।
চতুর্থ রাউন্ডে ডেনমার্কের ১৩তম বাছাই রুনাকে ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সিনার। তবে ম্যাচটা বহু দিন মনে রাখবেন ইতালির এ তারকা, যেটিকে অস্ট্রেলিয়ান ওপেনে এবার সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটি বলেও মনে করা হচ্ছে। সিনার এক সেট হেরেছেন সে জন্য নয়, বরং রড লেভার অ্যারেনায় প্রচণ্ড গরম, মেডিকেল টাইম-আউট, নেটের স্ক্রু ভেঙে ফেলা, কত কিছুই তো আছে। ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তৃতীয় সেটে টুর্নামেন্টের চিকিৎসক ও ফিজিওর সাহায্য নিতে হয় সিনারকে। তখন খেলা প্রায় ১০ মিনিট বন্ধ ছিল। সিনারের হাত কাঁপছিল এবং তাঁর হৃৎস্পন্দনও পরীক্ষা করা হয়। এরপর চতুর্থ সেটে গিয়ে নেটের স্ক্রু পাল্টাতে বাধ্য করেছেন আয়োজকদের। সংবাদমাধ্যম জানিয়েছে, নেটটি যে হুকের মাধ্যমে কোর্টের সঙ্গে আটকে রাখা হয়, সেই হুকের স্ক্রুর বিয়ারিং সার্ভিস করে ভেঙেছেন সিনার।
দ্বিতীয় সেট হারের পরও বিরতি নিয়েছেন সিনার। সেটি ওয়াশরুমে যাওয়ার বিরতি। তখন তাঁর ধীর পায়ে কোর্ট ছাড়া দেখেই বোঝা গেছে বেশ ক্লান্ত অনুভব করছেন। এরপর তৃতীয় সেটে ১০ মিনিটের সেই মেডিকেল বিরতি এবং চতুর্থ সেটে নেটের সমস্যায় পেয়েছেন প্রায় ২০ মিনিট বিরতি। রুনাও বিরতি নেন তৃতীয় সেটে সিনার ৫-৩ ব্যবধানে এগিয়ে থাকার সময়।
তবে এতসব বিরতির মাঝে নেটের সমস্যার বিরতিটাকেই শাপেবর বলে মনে করছেন সিনার। যেহেতু শরীর সেভাবে সাড়া দিচ্ছিল না, ক্লান্ত ছিলেন তাই ওই বিরতিটা কাজে লেগেছে বলে ম্যাচ শেষে জানিয়েছেন সিনার।
প্রথম ইতালিয়ান পুরুষ খেলোয়াড় হিসেবে তৃতীয় গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ায় পা রাখা সিনার বলেছেন, ‘আজ আমি ভাগ্যবান ছিলাম...২০ মিনিট কোর্টের বাইরে থেকেছি। শারীরিক ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছি। মাথায় ঠান্ডা পানি দিয়েছি। খুব কাজে লেগেছে। ভাগ্যটা আজ খুব খুব ভালো ছিল।’
অসুস্থতাটা ঠিক কী, তা খুলে বলেননি সিনার। তবে এটুকু জানিয়েছেন, শারীরিকভাবে ভালো বোধ করছিলেন না, ‘শরীরটা সত্যিই ভালো ছিল না। শারীরিকভাবে আজ আমার ভোগান্তিটা সবাই দেখেছে।’ সিনার আরও জানিয়েছেন ‘কিছু সময় মাথা ঘুরেছে।’ বুধবার কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডে মিনাউরের মুখোমুখি হওয়ার আগে এক দিন বিরতি পাচ্ছেন সিনার।
বুলেট গতির সার্ভিসে নেটের কোনো কিছু ছিঁড়ে বা ভেঙে ফেলা সিনারের জন্য নতুন কিছু না। গত বছর জুনে হাল ওপেনে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় হিসেবে অভিষেক ম্যাচে সার্ভিস করে নেটের মাঝে ধাতব পাত ভেঙে ফেলেছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct