আপনজন ডেস্ক: অর্ধমৌসুম পেরিয়ে জমে উঠেছে ইউরোপীয় ফুটবলের দ্বিতীয় পর্বের খেলা। নতুন বছরের শুরু থেকে দলগুলোর চোখ এখন শিরোপায়। ইংল্যান্ডের শীর্ষ স্তরের লিগে লিভারপুল ক্রমেই সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। নিজেদের পারফরম্যান্সের পাশাপাশি এ ক্ষেত্রে লিভারপুলকে সহায়তা করছে অন্য দলগুলোও। লা লিগায় শীর্ষ স্থান নিয়ে ইঁদুর-বিড়াল লড়াই চলছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে। মাদ্রিদের দুই ক্লাবের লড়াইয়ের ভেতর ক্রমশ পিছিয়ে পড়ছে বার্সেলোনা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইতালিয়ান লিগ সিরি ‘আ’তেও। শীর্ষ স্থান থেকে তিনে নেমেছে আতালান্তা। তবে স্বস্তিতে নেই সবার ওপরে থাকা নাপোলিও। ঘাড়েই নিশ্বাস ফেলছে ইন্টার মিলান। আর বুন্দেসলিগায় লড়াইটা যথারীতি বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুসেনের মধ্যেই সীমিত আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণভাবে এগিয়ে চলেছে লিভারপুল। এর পেছনে অবশ্য নিজেদের কৃতিত্বের চেয়ে অন্যদের দায়ই বেশি। নয়তো শেষ তিন ম্যাচের দুটিতে ড্র করে পয়েন্ট খুইয়েছে লিভারপুলও। মোহাম্মদ সালাহদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালও নিয়মিত পয়েন্ট হারাচ্ছে। দ্বিতীয় স্থানে থাকা গানাররা নিজেদের সর্বশেষ ম্যাচে ড্র করেছে অ্যাস্টন ভিলার সঙ্গে।
বর্তমানে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্টে পিছিয়ে আছে আর্সেনাল। ২১ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫০, আর ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। তালিকার তিনে থাকা নটিংহাম অবশ্য দারুণ নৈপুণ্য দেখাচ্ছে। আর্সেনালের সমান ৪৪ পয়েন্ট তাদেরও, তবে পিছিয়ে থাকার কারণ গোল ব্যবধান। শেষ কয়েক ম্যাচের ইতিবাচক পারফরম্যান্সে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের দূরত্ব ১২ পয়েন্টের। লা লিগার শিরোপা লড়াই এখন রিয়াল ও আতলেতিকোর মধ্যে। তবে নিজেদের সর্বশেষ ম্যাচে লেগানেসের কাছে আতলেতিকোর হারে বেশ সুবিধাই পেয়েছে রিয়াল। গতকাল রাতে লাস পালমাসকে হারিয়ে নগরপ্রতিদ্বন্দ্বীর কাছ থেকে ২ পয়েন্টের লিড নিয়েছে রিয়াল।
২০ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৬, সমান ম্যাচে দুইয়ে থাকা আতলেতিকোর পয়েন্ট ৪৪। মৌসুমের শুরুর দিকে দাপট দেখানো বার্সা অবশ্য লড়াই থেকে কিছুটা পিছিয়ে পড়েছে। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯। অর্থাৎ রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে আছে তারা। সর্বশেষ হেতাফের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল। সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় এ মুহূর্তে শীর্ষে আছে নাপোলি। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৫০। সর্বশেষ ম্যাচে আতালান্তাকে ৩-২ গোলে হারিয়েছে তারা। তবে শীর্ষে থেকেও ঠিক স্বস্তিতে নেই ডিয়েগো ম্যারাডোনোর স্মৃতিধন্য ক্লাবটি। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে ঘাড়ের ওপরই নিশ্বাস ফেলছে ইন্টার মিলান। এ পরিস্থিতিতে ইন্টার যদি বাড়তি ম্যাচটা খেলে জয় পায়, তবে শীর্ষে উঠে যাবে তারাই। কারণ, সে ক্ষেত্রে দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে নাপোলির চেয়ে ইন্টার অনেক এগিয়ে। নাপোলির গোল ব্যবধান ২১ এবং ইন্টারের ৩৩। তাই গোল ব্যবধানের চিন্তা বাদ দিয়ে নাপোলিকে পয়েন্টের শক্তিতেই শীর্ষে থাকার চেষ্টা করতে হবে।
বুন্দেসলিগায় শীর্ষ স্থান ধরে রেখে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। ১৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৫। সর্বশেষ ম্যাচে উলফসবার্গের বিপক্ষে জিতেছে ৩-২ গোলে। বায়ার্নের ঠিক পেছনেই আছে বর্তমান চ্যাম্পিয়নস লেভারকুসেন। বায়ার্নের চেয়ে তারা পিছিয়ে আছে ৪ পয়েন্টে।
পয়েন্টের ব্যবধানে খুব বেশি না হওয়ায় শিরোপা ধরে রাখার এখনো ভালো সম্ভাবনা আছে লেভারকুসেনের। সে ক্ষেত্রে আগামী ১৫ ফেব্রুয়ারি বায়ার্নের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে দুই দলই হাল না ছাড়লে এই লিগের শিরোপা লড়াই শেষ দিন পর্যন্ত গড়াতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct