মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক কিশোরীর। সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে নলহাটি আজিমগঞ্জ রেলের মোড় গ্রাম সংলগ্ন কুমারসান্ডা এলাকায়। জানা গেছে বছর দশেকের ওই কিশোরীর নাম আরিফা খাতুন। বাড়ি মুর্শিদাবাদ বীরভূম জেলা সীমান্তবর্তী সাগরদিঘী থানার বাহননগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ৮ টা নাগাদ অজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেসে মোরগ্রাম স্টেশনে ট্রেন ধরে নলহাটি অভিমুখে যাওয়ার সময় নলহাটি ২ নম্বর ব্লকের কুমারসান্ডা গ্রাম সংলগ্ন এলাকায় ট্রেনের ওপর থেকে ঝাঁপ দিয়ে একটি ঝোপের মধ্যে পড়ে যায়। এলাকা স্থানীয়রা মাঠের দিকে কৃষি কাজে যাওয়ার সময় ওই ঝোঁপের মধ্যে থেকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই কিশোরীকে। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারকে খবর দিয়ে নিকটবর্তী সাগরদিঘী হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করেন। তবে ওই কিশোরী আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল নাকি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছে। ঘটনার প্রকৃত কারণ কি? প্রশাসনের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct