সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: রবিবার ভর সন্ধ্যা নাগাদ বীরভূম জেলার খয়রাশোল থানা লাগোয়া পেশায় হোমিওপ্যাথি ডাক্তার সরোজ কুমার পন্ডিতের বাড়ীতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বিবরণে জানা যায় যে গতকাল অর্থাৎ রবিবার দুপুরে ডাক্তার সরোজ কুমার পন্ডিত বাড়ীতে তালা দিয়ে সপরিবারে শ্বশুর বাড়ী গিয়েছিলেন একটি অনুষ্ঠানে।রাত্রি সাড়ে আটটা নাগাদ বাড়ী ফিরে তালা খুলে দেখেন বাড়ীর ভেতরে দরজা জানালা খোলা অবস্থায় রয়েছে। প্রথমেই হতভম্ব হয়ে পড়েন।পরে দেখেন সীমানা ঘেরা পাঁচিলের ওপরে তারকাঁটা দিয়ে বেড়ার তার কাটা রয়েছে। বাড়ীর পিছনের জানালার কপাট ভেঙে এবং গ্রিল কেটে চোরেরা বাড়ীর ভেতরে ঢোকেছে। অন্যরুমে দেখতে পান আলমারি ভেঙে জিনিসপত্র তছনছ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct