আপনজন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে তিন নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। মুক্তি দেওয়ার সময় তাদের হাতে ‘উপহারের ব্যাগ’ তুলে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। গতকাল রবিবার (১৯ জানুয়ারি) গাজার আল-সায়রা স্কয়ারে তাদের রেডক্রসের হাতে তুলে দেন হামাসের যোদ্ধারা।
এরপর জিম্মিদের গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের কাছে নিয়ে যায় রেডক্রস। সেখান থেকে তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ধারণা করা হচ্ছে, হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত তিন ইসরায়েলি জিম্মিকে তাদের বন্দীদশার স্মৃতিচিহ্ন সম্বলিত ‘উপহার ব্যাগ’ দেওয়া হয়েছে। হামাস একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে জিম্মি এমিলি দামারি (২৮), রোমি গোনেন (২৪) এবং ডোরন স্টেইনব্রেচার (৩১)-কে একটি গাড়ির জানালা দিয়ে হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেডের লোগো সম্বলিত কাগজের ব্যাগ উপহার দিতে দেখা যায়। মুক্তি পাওয়ার পর তাদের চোখেমুখে আনন্দাশ্রু দেখা গেছে। তাদের বরণ করে নেওয়ার জন্য বহু ইসরায়েলি রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল।
জিম্মিদের হাসিমুখে সেই ব্যাগগুলো তুলে ধরতে দেখা যায়।
উপহারের ব্যাগে জিম্মিদের বন্দি থাকা অবস্থার ছবি, গাজার ছবি, গাজা উপত্যকার একটি মানচিত্রও ও একটি প্রশংসাপত্র ছিল বলে জানা গেছে। প্রতিটি সার্টিফিকে স্বাক্ষরিত এবং ‘মুক্তির সিদ্ধান্ত’ লেখা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার পক্ষে–বিপক্ষে আলোচনা ও সমালোচনা চলছে। হামাস সমর্থকেরা এ ঘটনায় আনন্দ প্রকাশ করলেও অনেকে এটিকে ‘নিষ্ঠুরতা’ বলে অভিহিত করেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct