আপনজন ডেস্ক: এবার নিজের মুক্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তাকে বেকসুর খালাস করা হোক এই আবেদন হাইকোর্টে জানাবেন তার আইনজীবী। সোমবার বিকেলে একথা জানান সঞ্জয় রায়ের আইনজীবী সেঁজুতি চক্রবর্তী। শিয়ালদহ আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর তারা আইনজীবী হাইকোর্টের শরণাপন্ন হবেন। কারণ কোন অভিযুক্ত নিম্ন আদালতে দোষী প্রমাণিত হলেও উচ্চ আদালতে আবেদন করার অধিকার রয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে আরজি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ এবং খুন করার ঘটনায় শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। সোমবার তার শাস্তি ঘোষণা করেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। এরপরই সঞ্জয় রায়ের আইনজীবী সিদ্ধান্ত নেন এই নিম্ন আদালতের রায় কে চ্যালেঞ্জ জানিয়ে তারা হাইকোর্টে নিঃশর্ত মুক্তির আবেদন জানাবেন। সঞ্জয় রায়ের হয়ে নিম্ন আদালতে সওয়াল করে সাবমিশন দিয়েছিলেন তার আইনজীবী। কারণ তার আইনজীবীর মতে সঞ্জয় কে দোষী প্রমাণিত করা নিয়ে এখনও বেশ কিছু গভীর সংশয় রয়েছে। যা স্পষ্ট হয়নি। সেই বিষয়গুলো তিনি হাইকোর্টে আবেদনে তুলে ধরবেন। তার মক্কেল সংশোধনাগারে রয়েছেন। মানুষকে সংশোধিত হওয়ার সুযোগ দেওয়ার জন্যই কারাগারে পাঠানো হয়, সেই সুযোগ তার মক্কেলের পাওয়া উচিত আর সেই জন্যই তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct