আপনজন ডেস্ক: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সংসদীয় কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পাল সোমবার পশ্চিমবঙ্গ সফরে এসে আইটিসি সোনার হোটেলে কমিটির তরফে বৈঠক করেন। সেই বৈঠকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গঠিত সংসদীয় কমিটির সদস্যরা হাজির ছিলেন। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি থেকে শুরু করে এ রাজ্যের তৃৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হকও শামিল ছিলেন। সূত্রের খবর, এদিনের বৈঠকে রাজ্যের প্রায় ৩৬টি সংগঠনের প্রতিনিধিরা আমন্ত্রণ পেয়েছিলেন। তাদে মধ্যে অন্যতম হল জামায়াতে ইসলামি হিন্দের রাজ্য শাখা, প্রগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অফ বেঙ্গল বা পিআইবি, পিস, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ প্রভৃতি।
যেহেতু কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে এই জেপিসির বৈঠক, তাই চেয়ারম্যানের পরিবর্তে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সভার সঞ্চালকের ভূমিকায় থাকতে দেখা যায়। বাংলার সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্য জেপিসির সামনে তুলে ধরতে যখনবদ্ধ পরিকর হন, তখন কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বরাবর অন্য রাজ্যের জেপিসি বৈঠকে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সরব হয়েছেন, তিনি রাজ্যের সংখ্যালঘু প্রতিনিধিদের বক্তব্য তুলে ধরতে বাধা দেওয়ায় সমালোচনার মুখে পড়েন সংখ্যালঘু সংগঠনগুলির।
অন্যদিকে, জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পাল বৈঠক শেষে বলেছেন, জেপিসি গত ৬ মাস ধরে লাগাতার বৈঠক করছে, সারা দেশে সভা করছে। ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি আগামী বাজেট অধিবেশনে তাদের রিপোর্ট জমা দেবে। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশন ৩১ জানুয়ারি শুরু হবে এবং ৪ এপ্রিল পর্যন্ত চলবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct