আপনজন ডেস্ক: গত এক সপ্তাহে মদিনার পবিত্র মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। এছাড়া একই সময়ের মধ্যে হযরত মোহাম্মদ (সা.) এর রওজা পরিদর্শনে গিয়েছিলেন ৩ লাখ ৭৬ হাজার ৭৬৫ মুসলিম।
ইসলামের পবিত্র মসজিদটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাপ্তাহিক আপডেটে এ তথ্য জানিয়েছে।
এই একই সময়ের মধ্যে মুসল্লিদের মধ্যে ১ হাজার ৪৮০ টন জমজমের পানি ও ১ লাখ ৩৬ হাজার ২৮৩ প্যাকেট ইফতারও বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
ভিড়-ব্যবস্থাপনা প্রটোকল মেনে এসব মুসল্লিরা মদিনায় নবীজির রওজাতে আসেন। সেখানে নারী ও পুরুষদের জন্য আলাদা সময় নির্ধারণ করা আছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যারা রওজা শরীফে আসতে চান তাদের অবশ্যই আগে থেকে নিবন্ধন এবং নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। এতে করে তারা সুন্দরভাবে হযরত মোহাম্মদ (সা.) এর রওজা পরিদর্শন করতে পারবেন।
গালফ নিউজ জানিয়েছে, ২০২৩ সালে মসজিদে নববীতে নামাজ আদায় করেন ২৮ কোটি মানুষ। যারা সৌদি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct