আপনজন ডেস্ক: ব্রেন্টফোর্ড ০ : ২ লিভারপুল। একটি গোল পেতে কত কষ্ট করতে হয়! আজ লিভারপুল-ব্রেন্টফোর্ডের খেলা দেখতে দেখতে যে কারও মনে হতে পারে এই কথা। প্রথম ৯০ মিনিটে ৩৫ শট নিয়ে কোনো গোল আদায় করতে পারেনি লিভারপুল। অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে ভাঙল ডেডলক, ডারউইন নুনিয়েজের পা থেকে লিভারপুল পেল স্বস্তির গোল।
এই গোলের পর এক মিনিটের ব্যবধানে লিভারপুলকে আরও এক গোল এনে দেন ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা নুনিয়েজ। তাঁর জোড়া গোলেই অনেক কষ্টের পর ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে অ্যানফিল্ডের ক্লাবটি। টানা দুই ড্রয়ের পর অবশেষে লিগে জয়ের দেখা পেল তারা।
ব্রেন্টফোর্ডের মাঠে আজ প্রথম মিনিট থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে লিভারপুল। দুই প্রান্ত এবং মাঝমাঠ দিয়ে একের পর এক আক্রমণে তটস্থ করে তোলে প্রতিপক্ষের রক্ষণকে। কিন্তু আক্রমণের পর আক্রমণের ঝড় তুলেও গোল পাওয়া হচ্ছিল না পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। গোল না পাওয়ায় ম্যাচ যতই এগিয়েছে আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে লিভারপুল।
অতিথিদের এমন অলআউট আক্রমণের সুযোগ নিয়ে প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে ব্রেন্টফোর্ড। গোলের একাধিক সুযোগও পেয়েছিল তারা। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় শেষ পর্যন্ত পাওয়া হয়নি কাঙ্ক্ষিত গোলটি। অন্য দিকে একের পর এক ব্যর্থ আক্রমণের পরও হাল ছাড়েনি লিভারপুল। ধারাবাহিকভাবে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে গেছে তারা। যার ফলাফল ম্যাচের শেষ দিকে পাওয়া নুনিয়েজের জোড়া গোল।
২-০ গোলে পাওয়া এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান আরও সুদৃঢ় করেছে আর্নে স্লটের দল। ২১ ম্যাচে ১৫ জয়, ৫ ড্র ও ১ হারে লিভারপুলের পয়েন্ট ৫০। সমান ম্যাচে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৩। লিভারপুলের বিপক্ষে হেরে ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ব্রেন্টফোর্ড।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct