জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: আপনি কি গাছটা লাগিয়েছিলেন , বিদ্যালয় প্রাঙ্গণে গাছ কেটে দিয়ে সাংবাদিককেই চোখ রাঙানি স্কুলের প্রধান শিক্ষিকার, চুঁচুড়ায় ছায়াহীন ভূদেব মুখোপাধ্যায়, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কেটে ফেলা হলো বহু পুরনো একটি কৃষ্ণচূড়া গাছ, চুঁচুড়ার ২১ নম্বর ওয়ার্ডের জ্যোতিষ চন্দ্র বালিকা বিদ্যালয়ের ভিতরে বহু বছরের পুরোনো একটি বিশাল কৃষ্ণচূড়া গাছ ছিল, সেই গাছ শুধু ছায়া দিত তাই নয় এলাকার ঐতিহ্য ছিল ঐ গাছ, তার সাথে সাথে রাস্তার ধারে থাকা ভূদেব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উপরে ছায়া দেওয়ার ও কাজ করতো , ওই এলাকার কাউন্সিলর মিতা চ্যাটার্জি জানান রবিবার সকালবেলা যখন আমি ওখানে যাই গিয়ে দেখি গাছটি কেটে ফেলা হয়েছে।, এবং ভূদেব মুখোপাধ্যায়ের মূর্তিতে সেই গাছের বহু নোংরা ডালপালা পড়েছিল। সেগুলো আমি পরিষ্কার করিয়েছি তবে স্কুল কর্তৃপক্ষ এই গাছ কাটার জন্য আমার কাছ থেকে কোন রকম অনূমতি নেইনি, এবং আমি এই স্কুলের গাছ কাটার বিষয়ে কোনো কিছু জানিনা, তিনি এও বলেন এই সামান্য গাছটি কার কি অসুবিধা করছিল জানিনা গাছটি যতোদিন ছিল ভালোই ছিল, অন্যদিকে এলাকার ইতিহাসবিদ সপ্তর্ষি ব্যানার্জি জানান ভূদেব মুখোপাধ্যায় কে নিয়ে শুধুমাত্র রাজনীতিই হয়, শাসক দলের লোকেরা ভুদেব মুখোপাধ্যায়ের জন্মদিনে শুধুমাত্র মালা পরিয়ে সারা বছর ভুলে যান, এই গাছটি এখানে ছিল ভালোই ছিল , ভূদেব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির মাথার উপরে একটি ছায়াও ছিল, অন্যদিকে ওই স্কুলের প্রধান শিক্ষিকাকে সাংবাদিক ফোন করলে তিনি বলেন গাছটা কি আপনি লাগিয়ে লাগিয়েছিলেন, তাহলে আপনি জিঞ্জেস করার কে, তিনি এও জানান গাছটি কাঁটা হয়নি গাছটি ছাটা হয়েছে, গাছটির কারণে নাকি ভিতরের বিল্ডিং এর অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল, তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বনদপ্তর এর পারমিশন নিয়েছেন কিনা সেই কথাটি তিনি এড়িয়ে যান, একজন মেয়েদের স্কুলের প্রধান শিক্ষিকার এ হলো ব্যবহারে আলোড়ন পড়েছে নানান মহলে, অন্যদিকে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে জানানো হয় একজন স্কুলের প্রধান শিক্ষিকাকে অবশ্যই জানা দরকার গাছ কাটা আর গাছ ছাটা কাকে বলে, আমরা এ বিষয় নিয়ে অবশ্যই বনদপ্তরে অভিযোগ জানাবো, এবং যথাযথ ব্যবস্থা নেব,
সাধারণ মানুষ প্রশ্ন করছেন একটাই, যেখানে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এত পুরনো গাছ কিভাবে কেটে দেয়া হল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct