রহমতুল্লাহ, জঙ্গিপুর, আপনজন: জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হল ৫ম জঙ্গিপুর শিল্প সাহিত্য উৎসব সেই সঙ্গে অনুষ্ঠিত হল ২য় লিটল ম্যাগাজিন মেলা। রবিবার মুর্শিদাবাদের সুতি-২ ব্লক কমিউনিটি হলে জঙ্গিপুর সাহিত্য সমন্বয় ট্রাস্ট আয়োজিত এদিন ঘন্টা বাজিয়ে সাহিত্য উৎসবের উদ্বোধন করেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপক রতন কাহার। অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কুমারদের সভাপতিত্বে এবং অতিথিদের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় এদিনের সাহিত্যের মহোৎসব। এদিন লিটল ম্যাগাজিন মেলায় ৩৬ টি স্টলে উত্তরের সিঁড়ি সবুজ বার্তা, ভাগীরথী তীরে, নবাব দর্পন, আমাদের সমাজ বার্তার মতো প্রায় ৭০ টি সাহিত্য পত্রিকার আসর বসেছিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কবিদের কবিতা পাঠ, সংগীত, খুদেদের নৃত্য সহ নূর স্মৃতি পুরস্কার দেওয়া হয় ১০ জনের হাতে। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের পিতার স্মৃতিতে এই পুরস্কার দেওয়া হয়। সাহিত্য ক্ষেত্র সম্মান পান শ্যামল সরকার ও গোলামু রসুল, শিক্ষা ক্ষেত্র সম্মান পেয়েছে লস্করপুর হাই স্কুল ও সুিজত রায়, জীবনকৃতি সম্মান পেয়েছেন ইতিহাসবেত্তা খাজিম আহমেদ ও আবদুর রফিক খান, সমাজসেবায় পুরস্কৃত হন আবদুর রাজ্জাক ও বিপ্লব মণ্ডল, শিল্পকলা পুরস্কার পান পঞ্চানন চক্রবর্তী ও গোলাম মর্তুজা সেখ। পুরস্কারপ্রাপকদের হাতে বিশেষ মানপত্র তুলে দেওয়া হয়। লস্করপুর হইস্কুলের পুরস্কার গ্রহণ করেন জুলফিকার অালী।
এছাড়াও ৫জনের হাতে বিশেষ অবদানের জন্য সুভদ্রা দেবীর স্মৃতি সমন্বয় পুরস্কার দেওয়া হয়।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বিধায়ক ইমানী বিশ্বাস, সুতি থানার ওসি বিজন রায়, বিডিও হুমায়ুন চৌধুরী প্ৰমুখ।
উৎসবের আহ্বায়ক গোলাম কাদের জানান রাজ্যের বিভিন্ন কর্নার থেকে উঠে আসা কবি-সাহিত্যিকদের মেলবন্ধন ঘটানোর জন্য আমরা বিগত বা চার বছর থেকে জঙ্গিপুরের মাটিতে সাহিত্যের মহোৎসব করে আসছি, এবছর পঞ্চম সাহিত্য উৎসব সাফল্যের সঙ্গে করতে পেরেছি, তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই উৎসব কমিটি সহ সকলকেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct