নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: ৫ শতাধিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের যোগদান করলেন প্রাক্তন প্রধান তথা কংগ্রেসের অঞ্চল সভাপতি।মালদহের রতুয়ার দুর্গাপুর স্ট্যান্ড এলাকায় আয়োজিত একটি যোগদান সভায় কংগ্রেস ছেড়ে তারা তৃণমূলের যোগদান করেন, বলে জানা গিয়েছে এদিন কার এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি, ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনা ছাড়াও মালদা জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি লালটু চৌধুরী তৃণমূলের বিভিন্ন অঞ্চল কমিটির নেতৃত্ব ও নির্বাচিত জনপ্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন এলাকার অঞ্চল সভাপতি দায়িত্বে ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান তিনি প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে নেতৃত্বের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। নেত্রীর আদর্শ এবং সরকারি বিভিন্ন পদক্ষেপ অভিভূত করেছে বলেই কর্মীর সমর্থকদের সাথে নিয়ে কংগ্রেস দল ছেড়ে তৃণমূলের যোগদান বলে দাবি সদ্য কংগ্রেস ছেড়ে আসা অঞ্চল সভাপতির। বিধায়ক সমর মুখার্জী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাজে অভিভূত হয়ে কংগ্রেস ছেড়ে তারা সকলে তৃণমূলের ঝান্ডা হাতে ধরেছে। অন্যদিকে,কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের সোনাকল হাই মাদ্রাসা মাঠে প্রতিবাদে সভা অনুষ্ঠিত হলো রবিবার। সংবিধান মানছে না বিজেপি, এই ভাষাতেই কেন্দ্রের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আক্রমণ শানাল উপস্থিত বক্তারা। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী সেখ শাহনাওয়াজ আলী বলেন, নয়া ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-এর মাধ্যমে কেন্দ্র সরকার একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করছে। নয়া বিলে বলা রয়েছে, ওয়াকফ বোর্ডে দুইজন অমুসলিম মেম্বার রাখা বাধ্যতামূলক। কোন দিন কি শুনেছেন কোন মন্দিরের ট্রাস্টি বোর্ডে মুসলিম মেম্বার রয়েছে? ওয়াকফ হলো আল্লাহর নিকট দানকৃত সম্পত্তি, এটা মুসলিমদের ধর্মীয় বিষয়।এখানে এইভাবে ভারতীয়দের মধ্যে ভাতৃত্ববোধ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে! এছাড়াও নয়া বিলে বলা রয়েছে, অন্তত ৫ বছর ইসলাম ধর্ম পালন করছেন তারাই সম্পত্তি ওয়াকফ করতে পারবেন। যেখানে পুরোনো আইনে যে কেউ সম্পত্তি ওয়াকফ করতে পারতেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct