আপনজন ডেস্ক: দেশের মাটিতে প্রথম খো খো বিশ্বকাপে ভারতের নিরঙ্কুশ আধিপত্য। মহিলা দলের পর খেতাব জিতে নিল ভারতের পুরুষ দলও। রবিবার ফাইনালে ভারতের মহিলা দলের মতোই পুরুষ দলও নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হল। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে খেতাব জিতল ভারত। পুরুষদের বিভাগের ফাইনাল ম্যাচের ফল ৫৪-৩৬। মহিলাদের বিভাগের ফাইনালের মতোই পুরুষদের বিভাগের ফাইনালেও ভারতের বিরুদ্ধে লড়াই করে নেপাল। তবে শেষপর্যন্ত ভারতীয় দলই জয় পেল। উদ্বোধনী খো খো বিশ্বকাপের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছিল ভারতের পুরুষ দল। রবিবার ফাইনালেও ভারত-নেপাল লড়াই হল। প্রতীক ওয়াইকরের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের পুরুষ খো খো দল। প্রথম খো খো বিশ্বকাপে পুরুষ ও মহিলাদের বিভাগে অসাধারণ পারফরম্যান্স দেখাল ভারত ও নেপাল। এই দুই দলই ফেভারিট হিসেবে খেলতে নেমেছিল। নিজেদের দেশে দুই বিভাগেই চ্যাম্পিয়ন হল ভারত। উদ্বোধনী ম্যাচে নেপালের বিরুদ্ধে ৪২-৩৭ ফলে জয় পায় ভারতের পুরুষ দল। পরের ম্যাচগুলিতেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে পৌঁছে যান প্রতীকরা। সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ভারতের পুরুষ দল। অন্যদিকে, উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে ফাইনালের দিকে এগিয়ে যায় নেপাল। সেমি-ফাইনালে ইরানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় নেপালের পুরুষ দল। তবে ফাইনালে ভারতের সঙ্গে পাল্লা দিতে পারল না নেপাল।
রবিবার খো খো বিশ্বকাপে মহিলাদের বিভাগের ফাইনালে টসে জিতে প্রথমে রক্ষণাত্মক খেলার সিদ্ধান্ত নিয়ে হেরে যায় নেপালের মহিলা দল। এরপর পুরুষদের বিভাগের ফাইনালেও একই ভুল করে বসল নেপাল। ভারতের পুরুষ দল প্রথমে আক্রমণ করার সুযোগ পেয়ে নেপালকে চাপে ফেলে দেয়। শুরুতেই ২৬-০ এগিয়ে যান প্রতীকরা। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে নেপাল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। নেপাল লড়াই করলেও, খেতাব জিতল ভারত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct