সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: গ্রেড এ-এর মর্যাদা পেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় মহাবিদ্যালয়। ন্যাশনাল অ্যাসেসমেন্ট এ্যান্ড এ্যাক্রেডিটেশন কাউন্সিল এই মর্যাদা দিয়েছে।
জানা গেছে ৬ জানুয়ারি ২০২৫ “নাক”-এর এক প্রতিনিধি দল ভাঙড় মহাবিদ্যালয় পরিদর্শন আসেন। ১৬ জানুয়ারি ২০২৫ আসে শুভ সংবাদ। এ গ্রেড-এর মর্যাদা ঘোষণা করা হয় ভাঙড় মহাবিদ্যালয় কে। ভাঙড় মহাবিদ্যালয়ের ১ গ্রেড পাওয়ায় খুশির আমেজ ভাঙড় জুড়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct