আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: শনিবার শান্তিপুরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে মাটিকাটা বন্ধ করতে বিশেষ অভিযান চালালো শান্তিপুর থানা পুলিশের বিশেষ একটি টিম, এরপর শান্তিপুর মেথির ডাঙ্গা সহ শান্তিপুর ফুলিয়া ও আরো বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে একাধিক মাটি বোঝাই ট্রাক্টরকে আটক করে। পুলিশ সূত্রের খবর, বিভিন্ন খাদান ও জলাশয় জায়গা থেকে বেআইনিভাবে মাটি কাটার খবর পাই পুলিশ, এরপর এই সমস্ত জায়গা গুলিতে হানা দেয়। জানা গেছে, এখন থেকে বেআইনিভাবে মাটিকাটা বন্ধ করতে একই অভিযান চালিয়ে যাবে শান্তিপুর থানার পুলিশ। উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে মাটি কাটা এবং জলাশয় বুঝিয়ে দেওয়া এই সমস্ত বিষয়গুলি নিয়ে করা বার্তা দিয়েছেন। তারি ফলস্বরূপ রানাঘাট পুলিশ জেলার প্রত্যেকটি থানায় চলছে একই অভিযান। সূত্রের খবর অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরে লোড করে এই মাটি চলে যায় বিভিন্ন ইটভাটায়, এর পেছনে কাজ করছে অসাধু ব্যবসায়ীরা। এখন দেখার পুলিশের এই অভিযানে এই অবৈধ মাটিকাটা কত দিনে বন্ধ হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct