সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: রান্নার উনুনের আগুনে পুড়ে ছাই হয়ে গেলো দুটি বাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর একটা নাগাদ জলঙ্গী ব্লকের সাদিখান দেয়ার অঞ্চলে তাতির পুকুর পাড়ে।
আগুনের সূত্রপাত হয় রান্নার উনুন থেকে বলে পরিবার সূত্রে জানা যায়, রান্না করার সময় ঘরে ছোটো বাচ্চাকে দেখতে যাওয়ার সময় উনুনের আগুন পাট কাঠীর বেড়ায় লেগে যায় তখনই বাড়ির গৃহবধূ চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।পাশাপাশি খবর দেওয়া হয় স্থানীয় থানায় ও দমকল বাহিনীকে।আগুনের খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় জলঙ্গী থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন।
যদিও দমকল পৌঁছানোর আগেই আগুনে পুড়ে সব শেষ হয়ে যায়।আগুনে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকরা হলেন আলী হোসেন ও আবুল হোসেন।আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় সরকারি সাহায্য আবেদন করেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।এক গৃহবধূ বলেন ঘরের কোনো কিছুই বেরকরতে পারেনি সমস্ত কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে,তাই যদি আর্থিক ও একটি পাকা বাড়ির সুব্যবস্থা করাহয় সরকারি ভাবে তাহলে অনেক উপকৃত হব বলেও জানান।ঘটনার সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মহাবুল ইসলাম বলে তিনি জানান,পাশাপশি তিনি আগুন নেভানোর কাজ হাত লাগায় এবং সরকারি ভাবে যতটুকু সাহায্য করার সব টাই করবো এই আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য।
খবর পেয়ে জলঙ্গী ব্লক আধিকারিকরা পৌঁছায় এবং প্রাথমিক ভাবে সরকারি সাহায্য প্রদান করা কথা জানান।ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct