আসিফ রনি, নবগ্রাম, আপনজন: বহরমপুরের নিয়াল্লিশপাড়া অঞ্চলে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা রিপেয়ারিং এর কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। নিম্নমানের সামগ্রী থেকে নিয়মমাফিক কাজ না করা ,একাধিক বিষয় নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সাধারণ মানুষ। শুধু তাই নয় বোর্ড না টাঙিয়েই কাজ হচ্ছে বলে সাধারণ মানুষের অভিযোগ। ঘটনা নিয়ে তীব্র হুশিয়ারি দিলেন নবগ্রামের বিধায়ক।
জানা গেছে মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধায়নে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া অঞ্চলের দেবীদাসপুর থেকে নিচুডিয়া পর্যন্ত প্রায় সাড়ে ৫.৩ কিলোমিটার রাস্তা ৫১ লক্ষ ৭৪ হাজার টাকায় মেরামতের কাজ শুরু হয়েছে। আর সেই রাস্তায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল সাধারণ মানুষের মুখে। কাজ নিয়ে তীব্র প্রকাশ জনমানষে।
স্থানীয়দের অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে রাস্তা রিপেয়ারিং এর কাজ। হচ্ছে না সিডিউল অনুযায়ী নিয়মমাফিক কাজ। রাস্তা তৈরির মাঝেই বিভিন্ন জায়গায় উঠে যাচ্ছে পিচ।
কোথাও কোথাও আবার মাটির উপরেই পিচ দেওয়া হয়েছে, শুধু তাই নয় টাঙ্গানো হয়নি কোন বোর্ড। কোথাও কোথাও আবার রাস্তার মাপও সঠিক নেই বলে অভিযোগ।
স্থানীয় এক পঞ্চায়েত সদস্য জাহির শেখ বলেন কন্ট্রাক্টর কে বারবার বলেও লাগায়নি বোর্ড। তারফরে কাজের সিডিউল সাধারণ মানুষ কিছুই বুঝতে পারছে না। নিয়াল্লিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন বিষয়টি নিয়ে আলোচনায় বসছি।
এ ঘটনা নিয়ে বহরমপুরের বিডিও বলেন এটি জেলা পরিষদের কাজ । মহকুমা শাসক শুভঙ্কর রায় এই ঘটনার তদন্তের আশ্বাস দিয়ে বলেন - আমরা বিষয়টি দেখছি, জেলা পরিষদের সঙ্গে আলোচনা করবো।
এ ঘটনা নিয়ে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বলেন উন্নয়নের কাজে কোন আপোষ মেনে নেওয়া হবে না। দুর্নীতি হয়েছে প্রমাণ হলে নতুনভাবে আবার কাজ করতে হবে।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ এ নিয়ে কন্টাক্টরকে বলেও নাকি কিছু হয়নি। সব মিলিয়ে রাস্তা তৈরির কাজে ব্যাপকভাবে দুর্নীতি ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিলেন সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct