আপনজন ডেস্ক: ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর প্রথম বিবৃতি দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) যুদ্ধ-পরবর্তী গাজার ‘পূর্ণ দায়িত্ব’ গ্রহণ করতে প্রস্তুত বলে তিনি জানিয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং পিএ জোটের বৃহত্তম শরিক ফাতাহর শীর্ষ নেতা মাহমুদ আব্বাসের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্সি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট আব্বাসের নির্দেশে ফিলিস্তিনি সরকার গাজার পূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
এর মধ্যে থাকবে বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন, মৌলিক পরিষেবা প্রদান, ক্রসিং ব্যবস্থাপনা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠন।
ফিলিস্তিনি ওয়াফা সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত বিবৃতিতে আব্বাস সরকার ‘অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ ইসরায়েলি প্রত্যাহারের প্রয়োজনীয়তার’ আহবান পুনর্ব্যক্ত করেছে। গাজা উপত্যকায় এক সময় ফাতাহ ক্ষমতাসীন ছিল। ২০০৬ সালের নির্বাচনে সেখানে হামাস জয়ী হয়। তারপর ২০০৭ সাল শেষ হওয়ার আগেই ফাতাহকে উপত্যকা থেকে বিদায় করে হামাস। বস্তুত ২০০৬ সালের পর আর কোনো নির্বাচন হয়নি গাজায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct