আপনজন ডেস্ক: কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, কানাডা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ” মোকাবেলা করতে প্রস্তুত। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প। তিনি বলেছিলেন, অর্থনৈতিক ও বৈদেশিক নীতির অংশ হিসেবে কানাডা থেকে আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন তার প্রশাসন। যা মেক্সিকো, চীন এবং অন্যান্য অংশীদারদের লক্ষ্য করে করা হয়।
জোলি শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, “এটি কয়েক দশকের মধ্যে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ হবে।” “আমেরিকানরা আমাদের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করবে।
জোলি আরও বলেছেন, “আমরা সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে প্রস্তুত।” ট্রাম্প যদি নতুন শুল্ক আরোপের হুমকি বাস্তবায়ন করেন তবে কানাডাও একাধিক পদক্ষেপ প্রস্তুত রেখেছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন জোলি।
কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও শুক্রবার নবগঠিত কানাডা-মার্কিন সম্পর্ক কাউন্সিলের এক সভায় একই রকম মন্তব্য করেন। ট্রাম্প যদি কানাডার আমদানিতে শুল্ক আরোপের হুমকি অনুসরণ করেন। তাহলে তিনি পাল্টা আক্রমণ করার প্রতিশ্রুতি দেন।
ট্রুডো সতর্ক করে বলেন, “কেউই আমাদের পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপ দেখতে চায় না। তবে প্রয়োজনে কানাডা জাতীয় প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকবে।” “কানাডা এবং কানাডিয়ানদের প্রতিরক্ষায় আমরা দৃঢ় এবং দ্ব্যর্থহীন থাকব।”
ট্রুডো আরও বলেছেন, “প্রস্তাবিত শুল্ক আমেরিকান চাকরিকে ঝুঁকির মধ্যে ফেলবে, আমেরিকান ভোক্তাদের জন্য দাম বাড়িয়ে দেবে, আমাদের যৌথ নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবে এবং সমগ্র মহাদেশ জুড়ে খরচ বাড়িয়ে দেবে।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct