আপনজন ডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি শনিবার পাটনায় দলীয় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং আরএসএসের সংবিধানকে “অসম্মান” করার জন্য সমালোচনা করেন। ‘সংবিধান সুরক্ষা সম্মেলন’-এ বক্তব্য রাখতে গিয়ে রাহুল জাতিগত জনগণনার প্রসঙ্গও উত্থাপন করে বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে ৫০ শতাংশ সংরক্ষণের বাধা ভেঙে দেবে। রাহুল গান্ধি বলেন,আরএসএস প্রধান মোহন ভাগবত বিশ্বাস করেন, ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পায়নি। কিছুদিন আগে ভাগবত বলেছিলেন, ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা পায়নি। ভাগবত যদি বলেন যে ভারত ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা পায়নি, তবে আরএসএস প্রধান দেশের সংবিধানকে প্রত্যাখ্যান করছেন, আম্বেদকর, ভগবান বুদ্ধ, মহাত্মা গান্ধীর আদর্শকে মুছে ফেলছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct