৯ আগস্ট, ২০২৪: রাত ২টো: আরজি করের নির্যাতিতাকে সেমিনার রুমে ঢুকতে দেখা যায় যেখানে তিনি ধর্ষণ ও খুনের শিকার হন।
সকাল ৯.৩০: চিকিৎসকের দুই সহকর্মী জানান, তারা তাকে অর্ধনগ্ন অবস্থায় তোষকের উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
সকাল ১০.৫৩: হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট নির্যাতিতার বাবা-মাকে ফোনে জানান যে তাদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাবা-মাকে বলা হয়, তাদের মেয়ে আত্মহত্যা করেছে।
দুপুর ১২টা: আরজি করের নির্যাতিতার বাবা-মা হাসপাতালে পৌঁছন এবং তাঁদের মেয়েকে দেখার অনুমতি দেওয়ার আগে বক্ষব্যাধি বিভাগের প্রধানের ঘরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
বিকেল চারটে: তদন্তের জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করা হয়।
সন্ধে ৬.১০: ময়নাতদন্ত হয়।
রাত ৮.৩০: দেহ দাহ করা হয়।
রাত ১১.৪৫: তালা থানায় এফআইআর দায়ের করেন নির্যাতিতার বাবা।
১০ আগস্ট, ২০২৪
সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেফতার করে। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে যান।
১২ আগস্ট, ২০২৪
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করে প্রতিশ্রুতি দেন, পুলিশ সাত দিনের মধ্যে মামলার সমাধান করতে না পারলে সিবিআই তদন্ত হবে। আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইস্তফা দিয়ে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
১৩ আগস্ট, ২০২৪
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং ডা. সন্দীপ ঘোষকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেয়।
১৬ আগস্ট, ২০২৪
আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
১৮ আগস্ট, ২০২৪
মামলাটি স্বতঃপ্রণোদিত হয়ে গ্রহণ করে সুপ্রিম কোর্ট।
১৬ সেপ্টেম্বর, ২০২৪
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০ সেপ্টেম্বর, ২০২৪
জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার করেন।
৭ অক্টোবর, ২০২৪
সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিবিআই।
২১ অক্টোবর, ২০২৪
নবান্নে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।
৩১ ডিসেম্বর, ২০২৪
আন্দোলন তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা।
৯ জানুয়ারি, ২০২৫
শিয়ালদহ আদালতে মামলার শুনানি শেষ হয় সিবিআইয়ের।
১৮ জানুয়ারি, ২০২৫
সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত।
(সংকলন: আপনজন ডেস্ক)
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct