উম্মার সেখ, বহরমপুর, আপনজন: বহরমপুরে জেলাশাসক অফিস ঘেরাও অভিযানকে ঘিরে উত্তেজনা। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা শাসকের কার্যালয় ঘেরাওকে কেন্দ্র করে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে উত্তেজনা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। এ দিন ডিওয়াইএফআই-এর সদস্যদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। আবাস যোজনায় দুর্নীতি ও জেলা জুড়ে অবৈধভাবে টোটো চলাচল-সহ পাঁচ দফা দাবিতে ডিওয়াইএফআই -এর পক্ষ থেকে বহরমপুর জেলা শাসককে স্মারকলিপি প্রদানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেধে যায় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে।
তার আগে ওই অভিযান রুখতে টেক্সটাইল কলেজ মোড়ে পুলিশের বিশাল বাহিনী ব্যারিকেড তৈরি করে। সেই সঙ্গে জেলাশাসকের কার্যালয় যাওয়ার পথে বাঁশ ও খুঁটি পুঁতে ব্যারিকেড তৈরি করে পুলিশ। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ডিওয়াইএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধুন্ধুমার বেধে যায়।
শেষ পর্যন্ত প্রতিবাদে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে রাস্তার উপরে বসে পড়ে অবস্থান বিক্ষোভ করেন ডিওয়াইএফআই-এর নেতা-কর্মীরা। ওই ঘটনার আগে ডিওয়াইএফ সদস্যরা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে লালদিঘির রাস্তা ধরে জেলাশাসকের কার্যালয়ে পৌঁছে গেলে সেখানেও এক প্রস্থ ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। পরে পুলিশ আইন ভাঙার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য মুর্শিদাবাদ জেলা জুড়ে আবাস যোজনায় দুর্নীতি বন্ধ করে স্বচ্ছ তালিকা প্রকাশ, শিক্ষা থেকে স্বাস্থ্য- দুর্নীতির অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তি, পরিযায়ী শ্রমিকের জেলায় কাজ দেওয়া, ১০০ দিনের কাজ চালু, টোটো চালকের উপর নির্যাতনের অভিযোগ, সরকারি দপ্তরে শুন্যপদে স্বচ্ছ স্থায়ী নিয়োগের দাবী নিয়ে পথে নামে ডিওয়াইএফ মুর্শিদাবাদ জেলা কমিটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct