আপনজন ডেস্ক: সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাটিংয়ের জন্য বারবার ভুগতে হয় ভারতকে। টপ অর্ডারে যশস্বী জয়সওয়াল ছাড়া কেউই তেমন রান পাননি। টানা দুই টেস্ট সিরিজ হারের পর তাই প্রশ্ন উঠেছে ভারতের কোচিং স্টাফদের ভূমিকা ও কার্যকারিতা নিয়ে। বুধবার ক্রিকেট বিষয় ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, গৌতম গম্ভীরের অধীনে বিশেষ করে ব্যাটিং কোচ নিযুক্তের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসন। ক্রিকবাজের সেই প্রতিবেদনে জানানো হয়, ভারতের কোচিং স্টাফে একজন ব্যাটিং কোচ নিয়োগের কথা ভাবছে বিসিসিআই। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে ক্রিকেটের বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরা ভারতের মুফাদাল ভোহরা। পরদিন বৃহস্পতিবার ৪৪ বছর বয়সী পিটারসন লেখেন, ‘অ্যাভেইলেবল।’ এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয় ভারতীয়রা। অস্ট্রেলিয়া সফরে ৩-১ ব্যবধানে হারের পর গত শনিবার মুম্বাইয়ে প্রথমবার একত্রিত হন প্রধান নির্বাচক অজিত আগারকার, প্রধান কোচ গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা। সেখানে বিভিন্ন বিষয়ের সঙ্গে আলোচনা হয় কোচিং স্টাফদের নিয়েও। বর্তমানে ভারতের কোচিং স্টাফে নির্দিষ্ট কোনো ব্যাটিং কোচ নেই। নিজের অধীনে আলাদাভাবে ব্যাটিং কোচ না রাখার সিদ্ধান্ত নেন গম্ভীর। পরিবর্তে দুজন সহকারী কোচ হিসাবে বেছে নেন অভিষেক নায়ার ও রায়ান টেন ডেসকাটকে। ঘরোয়া ক্রিকেট ও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বেশ সুনাম কুড়িয়েছেন নায়ার। খেলোয়াড়ি জীবনে দু’জনই পরিচিত ছিলেন দক্ষ ব্যাটার হিসাবে । বোলিং কোচ হিসাবে গম্ভীরের কোচিং স্টাফে রয়েছেন মরনে মরকেল ও ফিল্ডিং কোচের দায়িত্বে আছেন টি দিলিপ।
ভারতের নতুন ব্যাটিং কোচ হবার আগ্রহ প্রকাশ করা পিটারসন বর্তমানে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লীগ এসএ টি-টোয়েন্টিতে কাজ করছেন ধারাভাষ্যকার ও সঞ্চালক হিসাবে। আইপিএলে তাকে নিয়মিত ধারাভাষ্য দিতে দেখা যায়। ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্ট ম্যাচ খেলেছেন সাবেক এই ব্যাটার। ৪৭.২৮ গড়ে করেছেন প্রায় ৮ হাজারের বেশি রান। ২৩টি সেঞ্চুরি হাঁকিয়ে ইংলিশদের তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনিই। ১৩৬ ওয়ানডেতে ৪০.৭৩ গড়ে করেছেন প্রায় সাড়ে চার হাজার রান। টি-টোয়েন্টিতে ৩৭ ম্যাচে ১৪১.৫১ স্ট্রাইক রেটে করেছেন ১১৭৬ রান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct