আপনজন ডেস্ক: সামাজিক প্রকল্প বাংলার সবাই এখনও পাননি। বেশিরভাগ মানুষ পেলেও এখনও কিছু অংশের মানুষ বাকি আছে। তাই সেইসব মানুষজন যাতে সরকারি সামাজিক প্রকল্প পান তার জন্য আবার ‘দুয়ারে সরকার’ শিবির খোলা হবে বলে জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। তাতে উল্লেখ করা হয়েছে আবার বাংলায় চালু হচ্ছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। এই খবর প্রকাশ্যে আসার পরই প্রকল্পের বাইরে থাকা মানুষজন উৎসাহিত হয়ে উঠেছেন। আর প্রশ্ন সকলের একটাই—কবে বসছে ‘দুয়ারে সরকার’ শিবির।
নবান্নের জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, আগামী ২৪ জানুয়ারি থেকে রাজ্যের প্রত্যন্ত এলাকায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়ে পৌঁছে দেবেন সরকারি অফিসাররা। তার জন্য সোমবার থেকে প্রস্তুতি নেওয়া হবে। এবারও লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী–সহ নানা প্রকল্প পাবেন বাংলার মানুষজন। ২০২০ সালে ‘দুয়ারে সরকার’ প্রকল্প শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দফায় দফায় ক্যাম্প হয়। সেখান থেকে বিপুল পরিমাণ মানুষ নানা প্রকল্পে যুক্ত হন। আর যেটুকু বাকি আছে তা এবার হয়ে যাবে বলে মনে করছেন সরকারি অফিসাররা।
আজ নবান্ন থেকে ‘দুয়ারে সরকার’ শিবির নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ক্যাম্পের আওতায় আছে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিও। সরকারি সমস্ত প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে এবং পরিষেবা পাইয়ে দিতে প্রচার করা হবে বলে খবর। সমস্ত সরকারি প্রকল্পকে এক ছাদের তলায় নিয়ে এসে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়াই লক্ষ্য রাজ্য সরকারের। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আবার দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে। তার ফলে রাজ্যের নানা সামাজিক প্রকল্পে আরও বেশি মানুষ যুক্ত হবেন। এবার সেটাই হতে চলেছে।
বিরোধীরা অবশ্য বলছেন ২০২৬ সালে বিধানসভা নির্বাচন আছে। তার আগে ‘দুয়ারে সরকার’ শিবির করে বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দিয়ে মানুষকে কাছে টানতে চাইছে রাজ্য সরকার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct