সাবের আলি, বড়ঞা, আপনজন: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত পাঁচথুপি গ্রামের জমিদার বাড়ির তরফ ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি আজও অমলিন। ১৯২৯ সালের মে মাসে একটি সভা সংগঠিত করতে পাঁচথুপিতে নেতাজি সুভাষচন্দ্র বোস আসেন এবং সেখানে এসে সভা সম্পূর্ণ করে রাত্রিযাপন করেন নেতাজি সুভাষচন্দ্র বোস। পাঁচথুপির ঘোষ মল্লিক পরিবারের তৎকালীন জমিদার সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক সম্পর্ক ক্রমশ বেড়ে সখ্যতা গড়ে ওঠে, নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা চিঠি আজও সযত্নে সংরক্ষিত রয়েছে ঘোষ মল্লিক পরিবারে, নেতাজী সুভাষ চন্দ্রের লেখা সেই চিঠির মধ্যে উল্লেখ রয়েছে পাঁচথুপি কে ঠিক গ্রাম বলা চলে না শহরের ছাপ রয়েছে, কিন্তু বাস্তবে আজও পৌরসভার অধীনে না হওয়ায় আক্ষেপ অনেকটাই থেকে গিয়েছে পাঁচথুপির বাসিন্দাদের মধ্যে। পাঁচথুপিবাসী আলহাজ আতাহার শেখ বলেন এই বাড়িতে নেতাজি এসে লুচি এবং আলুর দম খেতে চেয়েছিলেন’ এবং সেই লুচি, আলুরদম তৃপ্তিভরে খান তিনি তবে নেতাজির পাঁচথুপিতে আসার কথা কোনোক্রমে ইংরেজদের কানে চলে যায় আর তখনি নেতাজি সেই খবর শুনতে পেতে পাঁচথুপির ঘোষ মল্লিক বাড়ি থেকে ছদ্মবেশ ধরে বর্ধমানের উদ্দেশ্যে নদীর পাড় দিয়ে পালিয়ে যান। নেতাজি সুভাষচন্দ্র বসু যেই ঘরে রাত্রিবাস করেছিলেন সেই ঘর আজ রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে। কিন্তু পাঁচথুপির ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে এবং স্মৃতি আজও অমলিন। সুভাষ চন্দ্র বোসের পদধূলিতে পাঁচথুপির মাটি ধন্য আজও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct