আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের নয়া চেয়ারম্যান হলেন ইটাহারের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন। রাজ্যের সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন তিনি। এত দিন ওই পদে দায়িত্ব সামলাচ্ছিলেন সংখ্যালঘু দফতরের প্রধান সচিব পিবি সেলিম। মঙ্গলবার এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে রাজ্যের সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে অন্যান্য সদস্যদের তালিকাও প্রকাশ করা হয়েছে। সরকারি আধিকারিকরা ছাড়াও অন্য সদস্যদের মধ্যে রয়েছেন, আবুল হাশেম মণ্ডল, বিধায়ক আবদুল খালেক মোল্লা, রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, রাজ্য সংখ্যালঘু কমিশনের একজন প্রতিনিধি।
, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে ইটাহারের বিধায়ক নির্বাচিত হন মোশারফ। পরবর্তীতে ২০২৩ সালের মার্চ মাসে কলকাতার কালীঘাটে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দলীয় সাংসদ, বিধায়ক, দলের জেলা সভাপতি ও বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে বৈঠক থেকে মোশারফ হোসেনকে দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয় । এবার ফের দায়িত্ব বাড়ল ইটাহারের বৈদড়া চেকপোস্টের বাসিন্দা বছর তেতাল্লিশের স্নাতক মোশারফ হোসেনের। জানা গিয়েছে, ২০১৩ সাল থেকে পর পর দু’বার জেলা পরিষদের সদস্যেরও দায়িত্ব সামলেছেন, দীর্ঘদিন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ও কো-অর্ডিনেটরের দায়িত্বও সামলেছেন। তবে এবার একইসঙ্গে সাংগঠনিক এবং প্রশাসনিক তিনটি পদের দায়িত্ব সামলাবেন। নতুন দায়িত্ব পেয়ে ‘আপনজন’ সাংবাদিক এম মেহেদী সানিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অকপটে জানালেন আগামীর পরিকল্পনা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct