সেখ রিয়াজুদ্দিন ও আজিম শেখ, বীরভূম, আপনজন: স্যালাইন কান্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে খারাপ স্যালাইন প্রয়োগের ফলে এক প্রসূতি মায়ের মায়ের মৃত্যু ঘিরে ফের রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্যান্য জেলার ন্যায় বীরভূমেও বীরভূম এবং রামপুরহাট স্বাস্থ্য জেলা কাছেও উক্ত স্যালাইন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়। এই পরিস্থিতিতে উক্ত হাসপাতালে ভর্তি থাকা রোগীর লোকজনদেরকে বাইরে থেকে ওষুধ কিনে আনতে হচ্ছে বলে অভিযোগ।
এই সমস্ত বিষয়ের প্রতিবাদে মঙ্গলবার সিপিআইএম রাস্তায় আন্দোলনের পথে নামে। এদিন সিপিআইএম সহ তাদের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে রামপুরহাট পাঁচমাথা মোড় থেকে একটি সুসজ্জিত মিছিল বের হয়ে রামপুরহাট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এরপর পথসভায় বক্তব্যের মাধ্যমে প্রসূতি মৃত্যু, স্বাস্থ্য দপ্তরের মাফিয়াচক্র, দুর্নীতি, থ্রেট কালচার সহ বিভিন্ন দূর্নীতির কথা উল্লেখ করেন।
সভা পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। সিআইটিইউ রাজ্য কমিটির সদস্য এ বিষয়ে অমিতাভ সিং বলেন, গত ২০১১ সালের পর থেকে স্বাস্থ্য ব্যবস্থা দিনের পর দিন যত সময় যাচ্ছে ততই ভেঙে পড়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct