সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: ঘণ্টা বাজিয়ে একাদশ তম লালগোলা বই মেলার উদ্বোধন করলেন অতিরিক্ত পুলিশ সুপার(লালবাগ) রসপ্রীত সিং। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গঞ্জ শহর মুর্শিদাবাদের লালগোলা। দেশভাগ তো বটেই, পদ্মা-ভাগীরথী ভাঙনের সাক্ষী বহনকারী এমন একটি গঞ্জ শহরে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে ১০ বছর আগে বই মেলার পরিকল্পনা গ্রহন করেন তৎকালীন সময় লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জামালুদ্দিন মণ্ডল। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে গঠিত হয় লালগোলা বইমেলা কমিটি। উদ্দেশ্য ছিল বইমেলার মাধ্যমে সীমান্তে হেরোইন সহ বিভিন্ন প্রকার মাদকের রমরমা বন্ধ করা। পাশাপাশি এলাকার একাধিক জলন্ত সমস্যা দূর করে সুস্থ সমাজ গড়ে তোলাই ছিল বইমেলার মুখ্য উদ্দেশ্য। মাদক প্রতিরোধের আহ্বানে পুলিশের উদ্যোগে গড়ে ওঠা রাজ্যের প্রথম বইমেলা এবারে একাদশ তম বর্ষে পদার্পণ করল।
বইমেলা কর্তৃপক্ষ জানান, ‘এ বছর জেলার বিশিষ্ট নাট্যকর্মী অবনী বন্দ্যোপাধ্যায় এবং আলকাপ শিল্পী জান মহম্মদ শেখ নামাঙ্কিত এই বইমেলায় মোট স্টল হয়েছে ৬২ টি। তার মধ্যে প্রকাশক এবং পুস্তক বিক্রেতাদের স্টল রয়েছে ১৮ টি।’
পুলিশের স্টল ছাড়াও সরকারি স্টল জায়গা পেয়েছে মেলায়। পাশাপাশি হয়েছে পুষ্প প্রদর্শনীর আয়োজন। ভিন্ন স্বাদের খাবার দোকানও রাখা হয়েছে মেলা চত্বরে। অন্যদিকে বই মেলার মঞ্চে বিভিন্ন প্রতিযোগিতা, কবি সম্মেলন ছাড়াও জেলা ও জেলার বাইরে থেকে আগত আঞ্চলিক শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকবে। আগামী ১৯শে জানুয়ারি পর্যন্ত ৬ দিন মঞ্চস্থ হবে নাটক।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানগোলার মহকুমা পুলিশ আধিকারিক ড. উত্তম গড়াই, সার্কেল ইন্সপেক্টর মানস দাস, লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেন, বইমেলা কমিটির সভাপতি সমীর বিশ্বাস, যুগ্ম সম্পাদক রতন ঘোষ, সহ সম্পাদক ফারুক আব্দুল্লাহ প্রমুখ।
লালগোলা বইমেলায় দুটি স্টলে বাংলাদেশের বই বিক্রি হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct