নিজস্ব প্রতিবেদক, পাঁশকুড়া, আপনজন: দাদুর মৃত্যুতে ব্যান্ড বাজিয়ে উদ্দাম নেচে সেলিব্রেশন নাতিদের,অদ্ভুত শ্মশান যাত্রার সাক্ষী রইল পাঁশকুড়া।
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মাইশোরা গ্ৰাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর পাটনা গ্ৰামের ১০৪ বছরের বৃদ্ধ দেবেন্দ্রনাথ আদক। সোমবার রাতে তার মৃত্যু হয়েছে। তার এই দীর্ঘ জীবনের পর ১০৪ বছর বয়সে পরলোক গমনের কারণে তাঁর বাড়ির আত্মীয় স্বজন ও নাতিরা ব্যান্ডপার্টি,নৃত্য সহযোগে আনন্দ উৎসাহের সহিত তাকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যান দাহ করার জন্য। এমন নজির বিহীন ঘটনায় হতবাক সকলেই। পাঁশকুড়ার বুকে এই প্রথম নজীরবিহীন ঘটনা।
বর্তমান সময়ে বহু মানুষই বিভিন্ন শারীরিক কারণে ৫০ পার হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই জায়গায় দেবেন্দ্রনাথ আদক দীর্ঘ বছর জীবিত থাকার পর এই বয়সে পরলোক গমন করার কারণেই আত্মীয় পরিজন থেকে শুরু করে নাতি নাতনী সহ প্রতিবেশীরা আনন্দের সহিত তাকে দাহ করতে নিয়ে যান। তাদের কাছে তার মৃত্যুটা দুঃখের নয়, আনন্দের।
১০০ বছর তিনি পার করে দিয়েছেন সুস্থ সবল ভাবে। মৃত্যুর আগে পর্যন্ত তিনি হাঁটাচলা করে স্বাভাবিক থেকেছেন। মন্দিরের সেবা করতেন। তাই তার মৃত্যুতে দুঃখ নয় তার আত্মার শান্তি কামনায় এই উল্লাস দাবি নাতিদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct