নিজস্ব প্রতিবেদক, কাঁথি, আপনজন: প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি তৃনমূল কর্মীদের বলেছেন ‘বোম চার্জ করবো’। তাকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য দলের তৃণমূল নেতা উত্তম বারিকের ঘনিষ্টদের। চোর চোর বলে ডাকা হয় অখিল গিরিকে। মোটরসাইকেলে উঠে ও থমকে যান অখিল গিরি। পিছনে মাথা ঘুরিয়ে আঙ্গুল তুলে বলেন বোম মারবো।কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর পদে মনোনয়ন ঘিরে চরম উত্তেজনা পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই- এ। ডিরেক্টর পদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া এবং তোলার কাজ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে কোন পক্ষ শেষ হাসি হাসবেন তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে উত্তেজনা তুঙ্গে থাকায় বিশাল পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে ব্যাংকের সামনে।অবশেষে কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর নির্বাচনে মনোনয়নপত্র নিয়ে সোমবার থেকে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে । তার পর সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে তৃণমূলের তরফ থেকে লিস্ট সুব্রত বক্সি এই লিস্ট পাঠিয়েছেন। মঙ্গলবার তৃণমূলের রাজ্য নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় কাঁথিতে সাংবাদিক সম্মেলন করেন। তিনি দাবি করেন তৃণমূলের রাজ্য নেতৃত্বের কোন নেতা বা নেত্রী কোনো লিস্ট প্রকাশ করেননি। কারোর কোন সাক্ষরিত লিস্ট নেই। সোশ্যাল মিডিয়ায় যে লিস্ট ভাইরাল হচ্ছে সে বিষয়ে দলের কোন দায়িত্ব নেই।
সোমবার থেকে টান টান উত্তেজনার মধ্যে কন্টাই কো অপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর নির্বাচনের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের মোট ১০৮ জন ডেলিগেট নির্বাচিত হয়েছিল। তার মধ্যে ১০০ জন তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে। কন্টাই কো অপারেটিভ ব্যাংকের ১৫ জন ডাইরেক্টরের পদ রয়েছে । তার জন্য ৩০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন দেখার বিষয় কোন শিবির শেষ হাসি হাসতে পারে। উত্তম বারিকের শিবির না অখিল গিরির শিবির ? পুলিশের পক্ষ থেকে এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন অশান্তি সৃষ্টি না ন হয় তার জন্য আগাম যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে। মনোনয়নপত্র জমা দেওয়া ও তোলার প্রক্রিয়ার সময় প্রয়োজনের বাইরে কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না ব্যাংকের চত্বরে এলাকায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct