উম্মার সেখ, কান্দি, আপনজন: বাড়ি থেকে পালিয়ে আসা গৃহবধুকে পরিবারের হাতে তুলে দিয়ে মানবীকতার নজীর সৃষ্টি করলো জীবন্তি ক্লাবের সদস্যরা ।
মঙ্গলবার সকালে কান্দির জীবন্তি বাজারে একটি অচেনা মহিলাকে ঘোরা ফেরা করতে দেখে সন্দেহ হয় জীবন্তি ক্লাবের সদস্যদের, তাকে জিজ্ঞাসা বাদ করার পর জানতে পারা যায়, ওই মহিলার নাম প্রভাতী কর্মকর, বাড়ি কান্দির গোপাল নগরে , কয়েক বছর আগে বিয়ে হয়েছে লালবাগ থানার অন্তর্গত ডাহাপাড়া এলাকায়, কিন্তু পারিবারিক অশান্তির কারণে মানসিক ভাবে দুশ্চিন্তায় ভুগ ছিলেন তার ফলে হটাৎ আজ মঙ্গলবার সকালে বাড়ি থেকে পালিয়ে আসে এবং জীবন্তি বাজারে মানসিক অসঙ্গতভাবে ঘোরাফেরা করছিল।
মাঝে মধ্যে গাড়ির সামনে চলে আসছিল এই সময়ে চা খাচ্ছিল জীবন্তি ক্লাবের সদস্য, হায়দার, গুরেন টনিক,তারা মেয়েটির সঙ্গে কথা বলে রাস্তা থেকে নিয়ে এসে প্রথমে জামা কাপুড়ের ব্যবস্থা করে বাড়ির লোকজন কে খবর দেওয়ায় হয়, তারপর বাড়ির পক্ষ থেকে প্রভাতী কর্মকর এর স্বামী যাদব কর্মকার এসে জীবন্তি থেকে বাড়ি নিয়ে যায়। এ বিষয়ে তার স্বামী যাদব কর্মকার বলেন “ আমার স্ত্রী মানসিকভাবে কিছুটা ভারিসাম্য হীন, সকালে বাড়ি থেকে হটাৎ পালিয়ে আসে, দুটি ছেলের মধ্যে ছোট্ট ছেলে সঙ্গে ছিল তাকে রাস্তায় রেখে চলে আসে, আমরা সকলেই খোঁজাখুজি কছিলাম খুব চিন্তায় ছিলাম, এর মধ্যেই জীবন্তি থেকে আমাদের ফোন করে জানায়, আমারা এসে প্রভাতী কর্মকরকে নিয়ে বাড়িতে নিতে যাচ্ছি এবং জীবন্তি ক্লাবের সদস্যদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রভাতী এর মা সুভদ্রা কর্মকার বলেন, জীবন্তির মানুষ মেয়েকে পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য ধন্যবাদ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct