এম মেহেদী সানি, গোবরডাঙ্গা, আপনজন: শিক্ষা,স্বাস্থ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব বেঙ্গলী প্রফেশনালস’ (এবিপি)-এর সেবামূলক কর্মসূচির মাধ্যমে উপকৃত হচ্ছেন বহু মানুষ ৷ জানা গিয়েছে, রাজনৈতিক এই সংগঠনটি বিগত কয়েক বছর থেকে বাংলার বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের উত্তরণের ক্ষেত্রে দারুণভাবে সহায়তা করছে ৷ তবে শুধু শিক্ষা ক্ষেত্রে নয় এবিপি সাহিত্য সংস্কৃতি চর্চার পাশাপাশি সারা বছর ধরেই খাদ্য, রক্ত, স্বাস্থ্য, ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক সেবামূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে ৷
এছাড়াও এবিপি’র উদ্যোগে শীতে রাজ্য জুড়ে কম্বল বিতরণের অংশ হিসেবে এদিন সোমবার উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত ঝনঝনিয়া, মেটিয়াগাছি, বাজ বেলেনী গ্রামের অসহায় দরিদ্র ৩০ টি পরিবারের হাতে কম্বল তুলে দেন ‘এবিপি’র জেনারেল সেক্রেটারী জান্নাতুন ফিরদাউস ৷ ‘আপনজন’ প্রতিনিধি অনুরোধে সাড়া দিয়ে এবিপি’র আয়োজিত গোবরডাঙ্গার ঝনঝনিয়া আল-কোরআন একাডেমী প্রাঙ্গণে ওই কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেডিও তেহরানের প্রাক্তন সাংবাদিক আব্দুল হাকিম, বিশিষ্ট আলেম মনিরুল হুদা, স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল জব্বার প্রমুখ।
‘এবিপি’র জেনারেল সেক্রেটারী জান্নাতুন ফিরদাউস বলেন, ‘এ সমস্ত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাহিত্য সংস্কৃতির চর্চার জন্য রয়েছে এবিপি রবিবাসরীয় পাঠচক্র, যেখানে আলোচনা হয় মূলত অবহেলিত সাহিত্য । দেশ ও বিদেশে গবেষণায় দিশা দেখানোর জন্য রয়েছে এবিপি রিসার্চ গাইড ইউনিট, যেখানে প্রতি মাসে গবেষণা বিষয়ক প্রোগ্রাম এর আয়োজন করা হয় । এবিপি এর ‘এবং বাঙালি’ নামে একটা বার্ষিক পত্রিকা রয়েছে যেখানে নিয়মিত প্রবন্ধ কিংবা গল্প লিখন প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত প্রবন্ধ বা গল্প গুচ্ছকে বার্ষিক সংখ্যা হিসেবে প্রকাশ করা হয় । বছরের বিশেষ কিছু দিনে মেডিক্যাল সচেতনতা বৃদ্ধির জন্য অনলাইন স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করে থাকে এবিপি মেডিক্যাল গাইড ইউনিটের মাধ্যমে। গত দুই বছর এবিপি পশ্চিমবঙ্গ ব্যাপী চারটি বিভাগে প্রথম শ্রেণী থেকে পিইচডি পর্যন্ত ছাত্রছাত্রীদের মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষা, প্রবন্ধ অথবা ছবি জমা, ইন্টারভিউ এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে বার্ষিক এক কালীন স্কলারশিপ চালু করেছে । এই বছর স্কলারশিপ এবং মেরিট সার্টিফিকেট মিলিয়ে মোট ৬২ জনকে স্কলারশিপ প্রদান করা হয়েছে।’
সামগ্রিক বিষয়টি দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন অ্যাসোসিয়েশন অব বেঙ্গলী প্রফেশনালসে’র মুখ্য দায়িত্বে থাকা ড. আসিফ আকরাম ৷ সুস্থ সমাজ গঠনে এবং শিক্ষার্থীদের উত্তরণে এই সামগ্রিক প্রচেষ্টা জারি থাকবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct