নিজস্ব প্রতিবেদক, হরিপাল, আপনজন: হুগলি জেলার হরিপাল থানার চিত্রশালী অঙ্কপুরে কবরস্থানের ওপর মেলার আয়োজন হয়েছে, এই অভিযোগ ওঠার পর ঘটনার সত্যতা যাচাই করতে সেকানে হাজির হলেন আইএসএফ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। এই নওশাদ সিদ্দিকী বলেন, কবরস্থানের ওপর মেলার আয়োজন হয়েছে কিনা এই অভিযোগের সত্যতা জানার জন্য মঙ্গরবার সরেজমিনে দেখতে গিয়েছিলাম। সঙ্গে ছিলেন পার্টি নেতা সামসুর আলি মল্লিক সহ অন্য নেতৃবৃন্দ। এটা আমি বলতে পারি যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রামের একই সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও হিংসা ছড়াতে এটা করা হয়েছে। দেখে মনে হয়েছে যে কবরস্থান ও মাজারের মাটিতেই মেলার আয়োজন করা হয়েছে। এটাও অবাক করার বিষয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চের নির্দেশ অমান্য করে জেলা পরিষদের পক্ষ থেকে নাকি মেলা করার অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই মেলা ২০১৬ থেকে বন্ধ ছিল। অথচ গতবছর থেকে আবার শুরু হয়েছে। এটাও দেখার ঐ স্থানে নানান প্রমোদমূলক অনুষ্ঠান হচ্ছে, এটা কি ঠিক? ওশাদের অভিযোগ, আয়োজকরা সদুত্তর দিতে পারেননি। আমি গ্রামবাসীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছি। আইন নিজের হাতে না তুলে নেওয়ার জন্যও আবেদন করেছি। আইনের ওপর আমাদের ভরসা আছে। নওশাদ এ ব্যাপারে আরও বলেন, আগামীকাল উচ্চ আদালতে এই মামলা উঠবে, সেদিকে চোখ রাখুন। একই বা ভিন্ন সম্প্রদায়ের মধ্যে মারামারি লাগানোর এই চক্রান্তকে অবশ্যই ব্যর্থ করতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct